আজকাল ওয়েবডেস্ক: অ্যাকাউন্টে রয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু গত প্রায় তিন দশক নাকি তাঁর জীবন চলছে ফ্রি’ র জিনিসের উপর নির্ভর করেই। তাঁর জীবন যাপন নিয়ে সম্প্রতি জোর চর্চাও হয়েছে সমাজমাধ্যমে।
কথা হচ্ছে জাপানের ধনকুবের হিরোতো কিরিটোনিকে নিয়ে। বয়স ৭৫। তাঁর জীবন যাপনের ধাঁচ দেখে এখন তাঁকে সবাই ফ্রি’র দেবতা বলেই চেনেন। এদিকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। শেয়ার বাজার থেকেই আয় করেন বিপুল অঙ্ক। হাজারের বেশি সংস্থায় শেয়ার বাজারে লগ্নি করেছেন বহু টাকা। পেশাদার শোগি খেলোয়াড় হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। শেয়ার বাজারে লগ্নির কারণে, গত বছরেই বহু অঙ্কের আয় করেন তিনি।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর বাড়িতে এত বিপুল টাকা, তিনি যেখানে সেখানে নগদ টাকা রেখে ভুলে যান। খুঁজে পান না, আবার আচমকা টাকা দেখতে পান। কিন্তু কোনও সংস্থার কোনও কুপন কখনও মিস করে যাননি। যেখানেই সামান্যতম বিনামূল্যে কিছু পাওয়া যাওয়ার আশা রয়েছে, সেখানেই রয়েছেন তিনি।
খুবই সাধাসিধে জীবন যাপন করেন। অফিসে বা অন্য কোথাও যাওয়ার জন্য ব্যবহার করেন সাইকেল। সস্তার জামাকাপড় বেছে নেন লক্ষ লক্ষ টাকা থাকার পরেও। উল্লেখ্য, তাঁর এই অতি সাধারণ জীবন যাপনের পিছনেও আবার হাত রয়েছে সেই শেয়ার বাজারেরই। ২০০৮ নাগাদ শেয়ার বাজার ক্র্যাশের কারণে বিপুল ক্ষতির মুখে পড়েন তিনি। তারপর থেকেই, টাকা যতই থাক না, অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্থ করেছেন নিজেকে।
