আজকাল ওয়েবডেস্ক: যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের কাছে এটি একটি বড় খবর। ইতিমধ্যেই সকলে প্যান ২.০ প্রোজেক্টের কথা শুনেছেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকেই এবিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কাজে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৪৩৫ কোটি টাকা।
এখানে নিজের প্যান কার্ড হবে পুরোপুরি ডিজিটাল। যারা ডিজিলকার, হোয়াটসঅ্যাপে নানা জায়গায় কিউ আর কোড স্ক্যান করে থাকেন তারা সাইবার প্রতারকদের কাছে একটি সহজ শিকার। সেখান থেকে আপনাকে রক্ষা করবে নতুন এই প্যান কার্ড।
যদি নিজের পুরোনো প্যান কার্ডটির কথা বলেন তাহলে সেখান থেকে আপনার নানা ধরণের আর্থিক কাজ আপনি করে থাকেন। সেখানে ব্যাঙ্ক লোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কর জমা দেওয়া সবই ছিল। এই ১০ ডিজিটের নম্বরটি দিয়ে আপনি সব কাজই করতে পারতেন।
তবে নতুন প্যান কার্ডে রয়েছে একটি কিউ আর কোড যেটি থেকে অতি সহজেই সব কাজ করে দেওয়া যায়। কীভাবে নিজের নতুন প্যান কার্ড পাবেন সেটি এবার ভাল করে জেনে নিন।
প্রথমে গুগুলে গিয়ে প্যান ২.০ লিখুন। অনলাইন প্যান অ্যাপলিকেশনের বিষয়টি স্কিম করে যান এবং নিচের দিকে নেমে আসুন। সেখানে প্যান কার্ড পোর্টালটি দেখতে পারবেন। সেখানে গিয়ে নিজের প্যান কার্ড রিপ্রিন্ট করার অপশনটি বাছুন। এরপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে দিন। প্রধান হিসাবে থাকবে আপনার প্যান নম্বর এবং আধার নম্বর। এরপর অনলাইনে ৫০ টাকা দিয়ে দিন। তাহলেই নতুন প্যান কার্ডটি আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে।
নতুন প্যান কার্ডটি যদি দ্রুত নিজের কাছে নিয়ে আসেন তাহলে সেখান থেকে নানা ধরণের সুবিধা পাবেন। নতুন প্যান ২.০ সকল ভারতীয়দের অনেক বেশি সুরক্ষা প্রদান করবে। সেখানে যে কিউ আর কোড রয়েছে তা থেকে সকলের নিরাপত্তা অনেক বেশি থাকবে।
