আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই হার্ট অ্যাটাক। খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৯ বছরের নাবালিকা। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। বৃহস্পতিবার লখনউয়ের মন্টফোর্ট স্কুলের মধ্যে মৃত্যু হয় তৃতীয় শ্রেণির ছাত্রীর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আর পাঁচটা সাধারণ দিনের মতোই স্কুলে গিয়েছিল নাবালিকা। টিফিন ব্রেকের সময় স্কুলের মধ্যে খেলাধুলা করছিল সে। খেলতে খেলতে আচমকা স্কুলের মাঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। দ্রুত শিক্ষিকাদের কাছে খবর পাঠায় সহপাঠীরা। 

 

স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, তৃতীয় শ্রেণির ছাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে ফতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই তার পরিবারকে খবর পাঠানো হয়। তারা হাসপাতালে পৌঁছে নাবালিকাকে চন্দন হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের পর শনিবার হাসপাতালের তরফে জানানো হয়, হার্ট অ্যাটাকেই নাবালিকার মৃত্যু হয়েছে। 

 

মাত্র নয় বছর বয়সে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যুতে গভীর শোকগ্রস্ত পরিবার। শোকের ছায়া স্কুলেও। কান্নায় ভেঙে পড়ে মৃত ছাত্রীর সহপাঠীরাও। স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, এই ঘটনার পরেরদিন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিশুটির আগে থেকে কোনও গুরুতর শারীরিক সমস্যা ছিল কি না, তা এখনও জানা যায়নি। ঘটনার কথা পুলিশ জানতে পারে। বিষয়টি খতিয়ে দেখতেও চায় তারা। কিন্তু নাবালিকার পরিবার জানিয়েছে, এ ঘটনায় কোনও পদক্ষেপ চায় না তারা।