আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামের ডিএম-এ সামান্য একটি 'হাই' দিয়ে কথপোকথনের শুরু। পরবর্তী ১৪ মাসে আরও বৃদ্ধি পায় একে অপরের সাথে কথা বলা। ক্রমে প্রেমে পড়ে যাওয়া। সেই প্রেমের টানেই আমেরিকা থেকে ছুটে ভারতের অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে চলে এসেছেন তরুণী। যুগল এখন গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন।

জেসলিন ফরেরো পেশায় একজন ফোটোগ্রাফার। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চন্দন সিং রাজপুতের সঙ্গে ইনস্টাগ্রামে তাঁর আলাপ হয়। চন্দনের ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে এবং সরলতা মুগ্ধ করে ফেলে। নিজের ইনস্টাগ্রামে জেসলিন লিখেছেন, "১৪ মাস ধরে একসঙ্গে রয়েছি। পরবর্তী বড় অধ্যায়ের জন্য তৈরি।"

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jaclyn Forero (@jaclyn.forero)