আজকাল ওয়েবডেস্ক : দেশের মানুষের অতি নির্ভরশীল প্রতিষ্ঠান হল এলআইসি। এখানে বহু মানুষ নিজের টাকা অনেক দিন ধরে বিনিয়োগ করেন। এখানে তাদের টাকা সুরক্ষিত থাকে। পরে সেই টাকা তারা ফের নিজের কাজে লাগাতে পারেন।
আর এবার এলআইসি তার বেশ কয়েকটি প্ল্যান বয়স করেছে ৫০ বছর। আগে এখানে বয়স ছিল ৫৫ বছর। তবে এবার সেই সময় কমে হল ৫০ বছর। ১ অক্টোবর থেকে এই সময় শুরু হবে বলে জানা গিয়েছে।
৮ বছর থেকে শুরু করে এলআইসি এই সব প্রকল্প শুরু করেছে। এগুলিতে সব সুযোগ থাকছে। সেখানে নিয়ম কোনও পরিবর্তন হচ্ছে না।
এক কর্তা বলেন, যেভাবে দেশের মানুষের ভরসা জুগিয়ে এতদিন ধরে কাজ করছে সেটা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে এতদিন ধরে যে হারে সুদ দেওয়া হত সেটাই দেওয়া হবে। ফলে সবার বিশ্বাস বজায় থাকবে।
তিনি আরও বলেন, বয়স কমানোর ফলে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা পাবেন। তাদের টাকা আরও দ্রুত তাদের হাতে চলে আসবে। ফলে তারা আরও কম সময়ে নিজের টাকা হাতে পাবেন।
