আজকাল ওয়েবডেস্ক: বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছে। ব্যান্ডপার্টির আওয়াজ শুনেই ঘর থেকে বারান্দায় ছুটে এসেছিল সে। সঙ্গে ছিলেন বাবা, মা। মজাই লাগছিল বরযাত্রীদের নাচ করতে দেখে। সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। মজা করতে করতে বরযাত্রীদের মধ্যে থেকে শূন্যে ছোড়া হল গুলি। বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দু'বছরের এক শিশুর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়ডায়। শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দিল্লি থেকে নয়ডায় চলে আসেন তাঁরা। রবিবার রাতে বাড়ির সামনে দিয়ে বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। চারতলার বারান্দায় দাঁড়িয়ে সকলে মিলে দেখছিলেন। হঠাৎ খেয়াল করেন বারান্দায় রক্তের স্রোত। খুদের মাথা থেকে ঝরছে রক্ত। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আরও জানিয়েছেন, বরযাত্রীদের শোভাযাত্রাটি গুরুগ্রাম থেকে নয়ডার দিকে আসছিল। তখনই তাঁদের মধ্যে থেকে কয়েকজন শূন্যে গুলি ছোড়ে। সেই গুলি এসে লাগে শিশুর মাথায়। পুলিশের কাছে ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শূন্যে গুলি ছোড়ার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাদের কাছে বন্দুকের লাইসেন্স ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
