আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহের দ্রুত হারে গলে যাচ্ছে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের বর্তমান জীবনযাত্রার কারণে এই শতাব্দীর শেষ দিকে পৃথিবীর গড় তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর হিমবাহের মাত্র এক চতুর্থাংশ অবশিষ্ট থাকবে, বাকি তিন-চতুর্থাংশ গলে যাবে। ভারতে, মুম্বাই, চেন্নাই এবং বিশাখাপত্তনমের মতো উপকূলীয় শহরগুলির বিশাল অংশ দুই ফুট জলের নীচে তলিয়ে যাবে। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় এই সতর্কতা জারি করা হয়েছে।

সুইৎজারল্যান্ডে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে হিমবাহ ভেঙে গোটা একটি গ্রাম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ৯০ শতাংশ গ্রাম নিশ্চহ্ন হয়ে গিয়েছে। চারিদিকে শুধু বরফ, কাদামাটি। গ্রামের ৩০০ বাসিন্দা এবং জীবজন্তুদের ঠিক সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সায়েন্সে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিশ্বের হিমবাহগুলি পূর্বের অনুমানের চেয়েও অনেক দ্রুত হারে গলে যাচ্ছে। এই শতাব্দীর শেষ নাগাদ, যদি পৃথিবীর গড় তাপমাত্রা আরও ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে বিশ্বের হিমবাহগুলিতে মাত্র ২৪% বরফ অবশিষ্ট থাকবে। এর অর্থ হল হিমবাহের ৭৬% বরফ গলে যাবে। 

প্যারিস চুক্তির অধীনে, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী গড় তাপমাত্রা মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও হিমবাহের ৪৬% বরফ গলে যাবে।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, গড় তাপমাত্রা বৃদ্ধি যদি আজকের স্তরে থেমে যায় তাহলেও হিমবাহের বরফ ২০২০ সালের তুলনায় ৩৯% কমে যাবে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বর্তমান গড় তাপমাত্রাই হিমবাহের অস্তিত্বের জন্য একটি হুমকি।

গবেষণায় আরও স্পষ্ট করা হয়েছে যে তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হলেও, হিমবাহের গলন শতাব্দী ধরে অব্যাহত থাকবে। এই গবেষণায় দশটি দেশের ২১ জন বিজ্ঞানী আটটি হিমবাহ মডেল ব্যবহার করে বিশ্বজুড়ে ২০০,০০০ এরও বেশি হিমবাহের ভবিষ্যৎ বোঝার চেষ্টা করেছেন। বিশ্বব্যাপী প্রায় ২৭৫,০০০ হিমবাহ রয়েছে।