আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে লাগাতার সেনসেক্স-নিফটির পতনে বাড়ছিল উদ্বেগ। তবে শুক্রবার সকালেই জানা গিয়েছে, উদ্বেগ কমিয়ে পুনরায় চড়ছে শেয়ার বাজার। সপ্তাহের চতুর্থ ব্যবিসায়িক দিনেই বেড়েছে সেনসেক্স, নিফটি।


এনএসই নিফটি ৫০ সূচকটি প্রাথমিক বাণিজ্যে ২৫,২৭৫ স্পর্শ করেছে, এসএন্ডপি বিএসই সেনসেক্স ৮২, ৬৩৭ ছুঁয়েছে। দুটিই শীর্ষস্থানে রয়েছে এই মুহূর্তে। 
নিফটি আগের ১১টি টানা সেশনের থেকে বেড়েছে, যা প্রায় ১৭ বছরের মধ্যে  তার শীর্ষ স্থানে রয়েছে এই মুহূর্তে।

সেনসেক্স তার আগের ৮২,১৩৪.৬২ এর শেষ স্তর থেকে বেড়ে ছুঁয়েছে ৮২,৬৩৭.০৩। নিফটিও ২৫,১৫১.৯৫ থেকে বেড়ে নতুন রেকর্ড ২৫,২৫৮.৮০-এর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 

বাজারের অংশগ্রহণকারীরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ব্যক্তিগত খরচের ডেটা, ফেডের মূল্যস্ফীতির পছন্দের পরিমাপকের তথ্যের জন্য অপেক্ষা করছে, যার উপর নির্ভর করছে সেপ্টেম্বরের শেয়ার বাজার। 

বিনিয়োগকারীরাও ভারতের এপ্রিল-জুন বৃদ্ধির ডেটার জন্য অপেক্ষা করছেন। এই প্রসঙ্গে রয়টার্সের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, জাতীয় নির্বাচনের কারণে সরকারী ব্যয় হ্রাসে ত্রৈমাসিকে বার্ষিক ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পেয়েছে।

এদিন বাজারের টপ গেনারদের তালিকায় ছিল ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, টাটা এলক্সি, শ্রী রেনুকা সুগারস, প্রাজ ইন্ডাস্ট্রিজ, বলরামপুর চিনি মিলস, পিরামল ফার্মা টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া, ভ্যারক ইঞ্জিনিয়ারিং,, ফিনোলেক্স কেবলসের।

গুজরাট স্টেট পেট্রোনেট, কনকর্ড বায়োটেক, কেপিআইটি টেকনোলজিস, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল, পিরামল এন্টারপ্রাইজেস-সহ বেশ কয়েকটি স্টকের ক্ষতিও হয়েছে।