আজকাল ওয়েবডেস্ক: শেয়ার বাজারে অস্বাভাবিক পতন। সেনসেক্স পড়ে গেল প্রায় ১১০০ পয়েন্ট। মাথায় হাত বিনিয়োগকারীদের।
সপ্তাহের প্রথম দিনেই গ্রাফ নিম্নমুখী। সেনসেক্স এবং নিফটি উভয়েরই কমল বাজারদর। সোমবার বিএসই সেনসেক্স পৌঁছেছে ৭৬,২৫০ -এ। অন্যদিকে নিফটি রয়েছে ২৩,০৪৭ পয়েন্টে।
ঠিক কী কারণে এই পতন? জানা গিয়েছে, মার্কিন বেকারত্বের হার ডিসেম্বরেই ৪.১ শতাংশে নেমে এসেছে। তার প্রভাব পড়েছে বাজারে। সেই অর্থে মার্কিন বিনিয়োগ হচ্ছে না। অন্যদিকে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় স্টক ক্রমাগত বিক্রি করে দিচ্ছেন। গত বছরের শেষে দেখা যাচ্ছে শুধু ডিসেম্বরেই ১৬ হাজার ৯৮২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এর পাশাপাশি কর্পোরেট আয় কমছে।
বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বাইরে থেকে তেল আমদানি করা হয় ভারতেও। এই মূল্যবৃদ্ধির কারণে বাড়তে পারে মুদ্রাস্ফীতি। এর ফলে বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ। সোমবার ভারতীয় টাকার দামও মার্কিন ডলারের তুলনায় কমেছে। এক ডলারের মূল্য ভারতীয় অঙ্কে হয়ে দাঁড়িয়েছে ৮৬.২৭ টাকা।
কর্পোরেটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, গত চার বছর ধরে আয় বৃদ্ধির পর থেকে এ বছর ক্রমশ কমছে কর্পোরেট আয়। এসবেরই প্রভাব পড়ছে শেয়ার মার্কেটে। যার জেরে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী প্রায় ১৪ লাখ কোটিরও বেশি লোকসান হয়েছে।
