আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রত্যাঘাতের পর পাল্টা আঘাতের চেষ্টা। বৃহস্পতিবার রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারত। সরকারি সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বায়ু সেনা তাদের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে 'অপারেশন সিঁদুর'-এর পাল্টা পাকিস্তানের আক্রমণ প্রতিহত করেছে।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের অপারেশন সিঁদুরের পর উত্তর এবং পশ্চিম ভারতের অন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরতলা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল, পালোধি, উত্তরলাই এবং ভুজে ড্রোন এবং মিসাইল হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। 'সুদর্শন চক্র' নামে পরিচিত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের আক্রমণ নিষ্ক্রিয় করা হয়েছে।

রাশিয়ায় নির্মিত এস-৪০০ সিস্টেমগুলি বিশ্বের সবচেয়ে উন্নত। মিসাইলগুলি ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ট্র্যাক করেতে সক্ষম এবং ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিসরে সরাসরি হামলা প্রতিহত করতে সক্ষম। ভারত এখন পর্যন্ত দু'টি এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন করেছে। একটি জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব রক্ষার জন্য পাঠানকোটে এবং অন্যটি রাজস্থান এবং গুজরাটের অঞ্চলগুলিকে রক্ষায়।

২০১৮-এর অক্টোবরে পাঁচটি এস- ৪০০-এর জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। ২০১৮ সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছিল। ইতিমধ্যেই রাশিয়া থেকে তিনটি এস-৪০০ ভারতে এসে পৌঁছেছে। বাকি দু'টি ২০২৬ সালের মধ্যেই চলে আসবে ভারতের হাতে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলার কারণে শেষ দুটি স্কোয়াড্রনের সরবরাহে দেরি হচ্ছে।

'সুদর্শন চক্র' এস-৪০০ এর বিশেষত্ব-

• মাটি থেকেই আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

• আকাশে বিভিন্ন ধরণের লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রয়েছে এটির। যার মধ্যে রয়েছে স্টেলথ ফাইটার জেট, বোমারু বিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এমনকি ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম।

• এতে দু'টি ব়্যাডার সিস্টেম রয়েছে। যা আকাশে ৬০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং একসঙ্গে ৮০টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে।

• যে কোনও স্থানে নিয়ে গিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সিস্টেমটিকে চূড়ান্ত রূপ দেওয়া যায়। মাত্র তিন মিনিটের মধ্যে সেটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়।

• লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য এতে একটি জ্যামার-রোধী প্যানোরামিক ব়্যাডার সিস্টেম রয়েছে। বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র সহ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ৪টি ব্যারেল বা স্টেশন রয়েছে এটিতে। 

• ভারত ও রাশিয়ার পাশাপাশি, চীন, তুরস্ক এবং বেলারুশও এই সিস্টেমটি ব্যবহার করে।