আজকাল ওয়েবডেস্ক: আচমকা লক্ষ করা গিয়েছে, মধ্যপ্রদেশের সাগরে বাড়ির দরজায় কিংবা জানলায় ঝুলছে বোতল। তাতে লাল তরল। প্রাথমিকভাবে অনেকেই এই ঘটনা দেখে বেশ অবাক হন। কেউ কেউ ভাবেন জাদুবিদ্যার সঙ্গে সম্পর্কিত বিষয়টি। তবে ব্যাপারটা নিয়ে জানতে গিয়ে, যে তথ্য সামনে আসে, তাতে চক্ষু চড়কগাছ সাধারণের। 

 

কারণ হিসেবে জানা গিয়েছে, সারমেয়দের জন্যই নাকি এই বিশেষ পরিকল্পনা। অর্থাৎ, সারমেয়রা যাতে বাড়ির চারপাশে না আসে, সেই কারণেই ব্যবস্থা। তাঁরা মনে করেন, আচমকা বাড়ির বাইরে বা অন্যত্র এই ধরনের বোতলে লাল তরল দেখলে এড়িয়ে যায় সারমেয়রা এবং হচ্ছেও নাকি তাই।

 

একজনের বাড়িতে এটি পরীক্ষা করার পর, আপাতত একটি এলাকার সকলেই এই পন্থা ব্যবহার করছেন। যদিও, শুধু সাগরের লোকজন নন, অনেকসময়েই সারমেয়দের কারণে অতিষ্ট হয়ে ওঠেন অনেকেই। সাম্প্রতিক সময়ে, নানা জায়গায় সারমেয়র হামলার ঘটনা উঠে এসেছে।