আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন রানে ছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। পারথে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন। ফলে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তৃতীয় টেস্টের দলে থাকা নিয়েও একসময় প্রশ্ন ছিল উসমান খোওয়াজার। তবে অ্যাডিলেডের প্রথম একাদশে খোওয়াজা থাকলেন। তবে ওপেনার নয়। নামলেন চার নম্বরে। করলেন ৮২। একটুর জন্য হাতছাড়া হল শতরান।


প্রথম দুই ম্যাচ চোটের জন্য মিস করেছিলেন। অ্যাশেজের তৃতীয় টেস্টের দলে অধিনায়ক হিসেবে ফিরলেন প্যাট কামিন্স। অ্যালেক্স ক্যারি করলেন শতরান। অ্যাডিলেডে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলল ৮ উইকেটে ৩২৬ রান। 


অ্যাডিলেডে টস জিতে কামিন্স শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা ভাল হয়নি অজিদের। দ্রুত ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড (‌১০)‌ ও জ্যাক ওয়েদারাল্ড (‌১৮)‌। তিনে নামা মার্নাস লাবুসেনও (‌১৯)‌ রান পাননি। আইপিএল নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কেকেআরে যাওয়া ক্যামেরুন গ্রিন (‌০)‌ খাতাই খুলতে পারেননি। ৯৪ রানের ভিতরেই চার উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার। পঞ্চম উইকেটে হাল ধরেন চার নম্বরে নামা উসমান খোওয়াজা ও ছয়ে নামা অ্যালেক্স ক্যারি। ৮৯ রান যোগ করেন দু’‌জনে। খোওয়াজা করেন ৮২। ইনিংস সাজানো ছিল দশটি চারে। খোওয়াজা শতরান হাতছাড়া করলেও অ্যালেক্স ক্যারি কিন্তু শতরান করেন। তিনি ১০৬ রানের ইনিংস খেলেন। ইনিংস সাজানো ছিল আট চার ও একটি ছয়ে। জস ইংলিস গুরুত্বপূর্ণ ৩২ রান করে যান। প্যাট কামিন্স করেছেন ১৩। দিনের শেষে ৩৩ রানে অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক। সঙ্গে উইকেটে রয়েছেন নাথান লায়ন। যিনি ব্রিসবেন টেস্টে বাদ যাওয়ার পর দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন। 

 


ইংরেজ পেসারদের মধ্যে সেরা জফ্রা আর্চার। নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পান ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।


অ্যাশেজে ইতিমধ্যেই ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলেই সিরিজ পকেটে। এই পরিস্থিতিতে ব্রিটিশরা বুধবার শুরুটা তেড়েফুড়েই করেছিল। কিন্তু খেলা ধরে নিল অস্ট্রেলিয়া।  

এদিকে, বন্ডি বিচে জঙ্গি হামলার জেরে অ্যাডিলেডে ছিল কড়া নিরাপত্তা। সিডনির বন্ডি বিচে বন্দুকবাজদের হামলায় ১৫ জন মারা যাওয়ার পর বাড়ানো হয়েছে অ্যাডিলেডের নিরাপত্তা। অ্যাডিলেড টেস্টের প্রতিদিনই মাঠে ঢোকার আগে প্রত্যেক দর্শকের ব্যাগ পরীক্ষা করে দেখা হবে। প্রথম দিন সেটা দেখাও গিয়েছে। খেলা শুরুর আগে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, দু’দেশের পতাকা অর্ধনমিত রয়েছে। পাঁচ দিন ধরেই এই ছবি দেখা যাবে। কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন দু’‌দেশের ক্রিকেটাররা।