আজকাল ওয়েবডেস্ক: পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দরজা এবার খুলছে। ১৪ জুলাই জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির প্রধান বিশ্বনাথ রথ। বিজেপি সরকার ফের ক্ষমতায় আসার পর ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রথের নেতৃত্বে ১৬ সদস্যের প্যানেল গঠন করা হয়।
প্রাক্তন বিচারপতি বলেন, রত্নভাণ্ডার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি চাবি পাওয়া যায় ভাল, নাহলেও খোলা হবে দরজা। তালা না খোলার চাবি যদি কাজ না করে তাহলে ভাঙা হবে তালা।
মন্দির কমিটির মুখ্য প্রশাসক ১৪ জুলাই কমিটির হাতে চাবি তুলে দেবেন। ডুব্লিকেট চাবি নিয়ে কথাও হয়েছে। সংস্কারের অভাবে রত্নভাণ্ডারের ভিতর জল চুঁইয়ে পড়ছে। তাই তারও মেরামত দরকার। সেজন্য জগন্নাথের সমস্ত অলঙ্কার অন্যত্র সরাতে হবে। সেজন্যেও সরকারের পরামর্শ ও অনুমোদন চাওয়া হবে।
পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের কাছেই রয়েছে রত্নভাণ্ডার। এটাই মন্দিরের সবথেকে দামি প্রকোষ্ঠ। যুগ যুগ ধরে এখানে জমা হয়ে রয়েছে, জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রত্নরাজি। হিরে, পান্না, চুনী, মুক্তোখচিত স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার। যার কিছুর দাম ধরা যেতে পারে, আর অসংখ্য এমন গয়না আছে, এখন যা দুষ্প্রাপ্য। মূল্যের ভিত্তিতে যাকে ধরা যায় না।
প্রাক্তন বিচারপতি বলেন, রত্নভাণ্ডার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি চাবি পাওয়া যায় ভাল, নাহলেও খোলা হবে দরজা। তালা না খোলার চাবি যদি কাজ না করে তাহলে ভাঙা হবে তালা।
মন্দির কমিটির মুখ্য প্রশাসক ১৪ জুলাই কমিটির হাতে চাবি তুলে দেবেন। ডুব্লিকেট চাবি নিয়ে কথাও হয়েছে। সংস্কারের অভাবে রত্নভাণ্ডারের ভিতর জল চুঁইয়ে পড়ছে। তাই তারও মেরামত দরকার। সেজন্য জগন্নাথের সমস্ত অলঙ্কার অন্যত্র সরাতে হবে। সেজন্যেও সরকারের পরামর্শ ও অনুমোদন চাওয়া হবে।
পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের কাছেই রয়েছে রত্নভাণ্ডার। এটাই মন্দিরের সবথেকে দামি প্রকোষ্ঠ। যুগ যুগ ধরে এখানে জমা হয়ে রয়েছে, জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রত্নরাজি। হিরে, পান্না, চুনী, মুক্তোখচিত স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার। যার কিছুর দাম ধরা যেতে পারে, আর অসংখ্য এমন গয়না আছে, এখন যা দুষ্প্রাপ্য। মূল্যের ভিত্তিতে যাকে ধরা যায় না।
