আজকাল ওয়েবডেস্ক: টেস্ট হোক বা ওয়ানডে বা টি-টোয়েন্টি, জশপ্রীত বুমরাহই ভারতের সেরা অস্ত্র। তিনিই ম্যাচ উইনার। তিনিই যে কোনও ফরম্যাটে দলের অধিনায়কের হাতের তুরুপের তাস।
তিন ফরম্যাটে নাগাড়ে খেলে যাওয়া বুমরাহর শরীরে প্রভাব ফেলতে পারে। ক্ষয়ে যেতে পারেন তিনি। সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের এক নম্বর ম্যাচ উইনারকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা।
জিওস্টার ক্রিকেট লাইভে আলোচনার সময়ে রবিন উত্থাপ্পা বলেন, ''বুমরাহ সব অর্থেই ম্যাচ উইনার। ওর ওয়ার্কলোড ম্যানেজ করাই এখন গুরুত্বপূর্ণ।''
বুমরাহর পেস বোলিংয়ের মোকাবিলা করা ব্যাটারদের পক্ষে কঠিন হয়ে যায়। গতির সঙ্গে বৈচিত্র্য বুমরাহকে করে তুলছে অপ্রতিরোধ্য। উত্থাপ্পা বলছেন, ''খেলাধুলোয় ফাস্ট বোলিং সব থেকে কঠিনতম স্কিল। বুমরাহ সেই কাজটাই করে চলেছে নিখুঁত ভাবে।''
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাহকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। আবার ঘরের মাঠে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
টি-টোয়েন্টি দলে বুমরাহর প্রত্যাবর্তনের সুফল পায় ভারতীয় দল। কটকে বিশাল ১০১ রানে জয়ের পিছনে বড় ভূমিকা অবলম্বন করেন বুমরাহ।
বিশ্বকাপের আগে বুমরাহকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়ে উত্থাপ্পা বলছেন, ''ওকে বাঁচিয়ে রাখতে হবে একই সঙ্গে বেশি ক্রিকেট খেলার সুযোগও দিতে হবে।''
তিনি আরও বলেন, ''বুমরাহর অসাধারণত্বের প্রমাণ আমরা পেয়েছি। বিশ্বকাপের আগে আরও ধারাবাহিকতা দেখাতে পারবে বুমরাহ।''
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ এখন ২-১। অতিরিক্ত কুয়াশার জন্য চতুর্থ টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছে। একানা স্টেডিয়ামে অতিরিক্ত কুয়াশার জন্য ছ'দফা পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। তার পরে রাত সাড়ে ন'টার সময়ে খেল পরিত্যক্ত ঘোষণা করা হয়।
চতুর্থ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে যাওয়ায় পঞ্চম টি-টোয়েন্টির গুরুত্ব বেড়ে যায়। শেষ টি-টোয়েন্টিতে খুব বেশি পরিবর্তনের পথে যাবেন না ভারতের হেডস্যর গৌতম গম্ভীর।
টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদবের দলের জয়রথ চলছে। কিন্তু যেহেতু এগিয়ে আসছে বিশ্বকাপ, সেই কারণে হাতের সেরা অস্ত্রকে বাঁচানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার।
