দিনরাত এক করে বাংলা শিখছেন সইফ আলি খান! কার বায়োপিকে দেখা যাবে পাতৌদি নবাবকে?
নিজস্ব সংবাদদাতা
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩ : ৪৬
শেয়ার করুন
1
5
বলিউড অভিনেতা সইফ আলি খান এবার পা রাখতে চলেছেন বাঙালির জীবনগাথায়! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তাঁর পরবর্তী প্রোজেক্টটি হতে চলেছে একটি বায়োপিক, যা মূলত বাংলা ও বাঙালির প্রেক্ষাপটে তৈরি। তবে ছবিটির বিষয়বস্তু বা কার জীবনী নিয়ে এই ছবি, সে বিষয়ে এখনই খোলসা করতে নারাজ পতৌদির নবাব।
2
5
সইফ জানিয়েছেন, এই চরিত্রের জন্য তাঁকে বাংলার বাচনভঙ্গি বা 'বেঙ্গলি অ্যাকসেন্ট' রপ্ত করতে হবে। চরিত্রের প্রয়োজনে নিজেকে নিখুঁতভাবে গড়ে তুলতে তিনি আগামী তিন মাস অন্য কোনও কাজ করবেন না। পুরো সময়টাই ব্যয় করবেন উচ্চারণের তালিম নিতে। অভিনেতা রসিকতা করে বলেন, "এটা অনেকটা আঞ্চলিক ঘরানার ছবি মনে হলেও আসলে তা নয়। তবে হ্যাঁ, চরিত্রের সংলাপে বাঙালির সেই টানটা ফুটিয়ে তোলা অত্যন্ত জরুরি।"
3
5
সাক্ষাৎকারে নিজের কাজের ধরন নিয়েও খোলামেলা কথা বলেন সইফ। তিনি জানান, আগের মতো হাড়ভাঙা খাটুনি বা অপ্রয়োজনীয় পরিশ্রমে তিনি আর বিশ্বাসী নন। বরং দক্ষ পরিচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
4
5
সইফের কথায়, "সকাল ন’টা থেকে ছ’টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে কাজ করাটাই পছন্দ করি। পুরো বিষয়টাই হবে অনেকটা 'রক অ্যান্ড রোল'-এর মতো আনন্দদায়ক। খুব বেশি পরিশ্রম না করেও দারুণ কিছু সৃষ্টি করা সম্ভব।"
5
5
প্রসঙ্গত, বছরের শুরুতে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় চমকে উঠেছিল বিনোদন জগৎ। তবে সেই বিপদ কাটিয়ে এখন লাইম লাইটে ফিরেছেন অভিনেতা। তবে আগের থেকে আরও নিরাপত্তা বেড়েছে তাঁদের পরিবারের।