আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকেই উদ্বেগ বাড়ছিল। হাসিনাকে দেশে ফেরত না পাঠালে, ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুমকি দিয়েছে পদ্মাপারের একদল বিক্ষুব্ধ। যদিও পুলিশ তাদের আটকে দেয় মাঝপথে। তবে তাতে নিরাপত্তা জনিত উদ্বেগ কমেনি। নিরাপত্তা জনিত উদ্বেগে, বৃহস্পতিবার রাজশাহী, খুলনার দুটি ভিসাকেন্দ্র বন্ধ করে দেয় ভারত। বৃহস্পতিবার দিনভর এই দুটি কেন্দ্র বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
ভিসাকেন্দ্র প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার দুপুররে আচমকা ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। তা পুনরায় বৃহস্পতিবার খোলার কথা। তার মাঝেই বৃহস্পতিবার সকালে জানা গেল, রাজশাহী এবং ঢাকার দুটি ভিসাকেন্দ্র বন্ধ করছে ভারত। জানানো হয়েছে, যাঁদের স্লট বুক করেছিলেন বৃহস্পতিবারের জন্য, তাঁদের অন্যান্য দিন নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিককালে, বিশেষ করে হাসিনা সরকারের পতন এবং হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর থেকে, চিড় ধরেছে দু'দেশের কুটনৈতিক সম্পর্কে। সম্প্রতি হাসিনার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর, বাংলাদেশ ভারতের কাছে চিঠি পাঠালেও, হাসিনা এখনও ভারতেই রয়েছেন। এবার হাসিনাকে দেশে ফেরত না পাঠালে, ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুমকি দেয় পদ্মাপারের একদল বিক্ষুব্ধ।
বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো' সূত্রে খবর, ফাঁসির সাজা প্রাপ্ত, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে না দিলে, পুলিশের বাধা অতিক্রম করেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছিল 'জুলাই ঐক্য' সংগঠন। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হয় ঢাকার রামপুরা থেকে। স্লোগান ওঠে, 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।' মিছিলটি বিকেল চারটার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় ঢুকতেই, বাধা দেয় বাংলাদেশের পুলিশ। যদিও মিছিলের কথা আগের থেকে জানার কারণেই, এদিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করাই ছিল এলাকায়। সেখানে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর, কর্মসূচি শেষও হয়ে যায়। বিক্ষুব্ধদের মতে, এই কর্মসূচি সতর্কবার্তা।
পরিস্থিতি বিচারে বুধবার ঢাকার ভিসাকেন্দ্র বন্ধ রাখা হয়েছিল দুপুর দুটো থেকে। এই প্রসঙ্গে উল্লেখ্য, হাসিনা ইস্যুতেই উদ্বেগপ্রকাশ করে দিন কয়েক আগেই ভারতকে বার্তা দেয় পদ্মাপার। তলব করা হয়েছিল, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে। সেসবের মাঝেই, বুধবার যেন পালটা তলব। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করা হয়েছিল বুধবার।
