আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটে নয়া নজির টম লাথাম এবং ডেভন কনওয়ের। ওয়েস্ট ইন্ডিজের দুর্বল বোলিংকে গুঁড়িয়ে দিল দুই কিউয়ি তারকা। বৃহস্পতিবার ওপেনিং পার্টনারশিপে রেকর্ড এই জুটির। এদের ব্যাটে ভর করে ১ উইকেটে ৩৩৪ রান তোলে নিউজিল্যান্ড। দিনের শেষে ১৭৮ রানে অপরাজিত কনওয়ে। প্রথম দিনের শেষের আগে ১৩৭ রানে আউট হন লাথাম। জুটিতে ৩২৩ রান তোলে। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে এই রেকর্ড ছিল গ্লেন টার্নার এবং টেরি জারভিসের। সেই রেকর্ডও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১৯৭২ সালে জর্জটাউনে এই নজির গড়েছিলেন।
টেস্টে এই নিয়ে অষ্টমবার ৩০০ রানের গণ্ডি পেরোয় নিউজিল্যান্ড। রেকর্ডের অঙ্গ হতে পেরে উচ্ছ্বসিত কনওয়ে। লাথামের ভূয়সী প্রশংসা করেন। কনওয়ে বলেন, 'পার্টনারশিপের অঙ্গ হতে পেরে আমি গর্বিত। যেভাবে খেলেছে টমকে কৃতিত্ব দিতেই হবে। পার্টনারশিপে আমাকেও অনেক সাহায্য করেছে। দূরেরটা না ভেবে ধীরে ধীরে এগোতে বলেছে।' কনওয়ের ক্রিকেট জীবনে এটাই সেরা পার্টনারশিপ। তবে দাবি, রেকর্ডের কথা জানতেন না। সারাদিন ব্যাট করেন কিউয়ি ওপেনার। ২৭৯ বলে শতরান সম্পূর্ণ করেন। চলতি বছর এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। তবে ২০২২ সালের পর ঘরের মাঠে প্রথম। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার শতরান করেন। চলতি বছর আগস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৩ রান করেন নিউজিল্যান্ডের ওপেনার।
এদিন প্রথম দুটো সেশনে কোনও সুযোগ দেয়নি দুই কিউয়ি ওপেনার। তৃতীয় সেশনের শুরুতে সুযোগ তৈরি হয়। কিন্তু লাথামের ক্যাচ ফস্কায় ক্যারিবিয়ান উইকেটকিপার। তখন তাঁর রান ছিল ১০৪। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাথাম। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে ড্র হওয়ার পর ওয়েলিংটনে নয় উইকেটে জেতে।
