আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠানে মদ বিলি করাই এখানে রেওয়াজ। তার সঙ্গে গত কয়েক বছর ধরে জুড়েছে তাড়স্বরে ডিজে বাজানো। অতিষ্ঠ পাঞ্জাবের ভাতিণ্ডার বাল্লো গ্রামের বাসিন্দারা। এ নিয়ে নিজেদের মধ্যে ঝামেলাও হয়েছে বহুবার। বিয়ের অনন্দের রেশ তখন পুরোপুরি মাটি। তাই বিয়ের সময় মদ বিলি ও ডিজে বাজানো বন্ধ করতে অভিনব উপায় বার করেছে গ্রাম পঞ্চায়েত।
বাল্লো গ্রাম পঞ্চয়েত প্রধান অমরজিৎ কৌর মঙ্গলবার ঘোষণা করেছেন, বিয়ের সময় মদ বিলি বন্ধ ও ডিজে না বাজালেই পরিবার পিছু পুরস্কার হিসাবে মিলবে ২১ হাজার টাকা। এতে অহেতুক অর্থব্যয়ও কমবে বলে আশা করা হচ্ছে। অমরজিৎ কৌর বলেছেন, "মদ খেয়ে মাতলামি করলে বিয়ের আসরে তার প্রবাব পড়ে। তাড়স্বরে ডিজে-র গান শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটায়। আমরা মানুষকে বিয়ের অনুষ্ঠানের সময় অপচয় না করার জন্য উত্সাহিত করতে চাইছি।"
বল্লো গ্রামের জনসংখ্যা প্রায় ৫ হাজার। পঞ্চায়েত প্রধান অমরজিৎ কৌর জানান, যুবকদের ক্রীড়া কার্যক্রমে উৎসাহ দিতে গ্রামে একটি স্টেডিয়াম তৈরির জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনেরও প্রস্তাবও দিয়েছে পঞ্চায়েত। অমরজিতের আস্বাস, যাঁরা জৈব চাষ করবেন তাঁদের বিনামূল্যে বীজ দেওয়া হবে।
