আজকাল ওয়েবডেস্ক: পোষ্য কুকুরকে উত্যক্ত করার জেরে নির্মম অত্যাচারের শিকার পাঁচ বছরের শিশু। বেধড়ক মারধর শুধু নয়, তার বুকে পা রেখেও অত্যাচার করেন পোষ্য কুকুরের মালিক। পথচারীরা দেখেও, পাঁচ বছরের শিশুটিকে উদ্ধার করতে কেউ ছুটে আসেননি। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালি এলাকায়। সেদিন এক বন্ধুর সঙ্গে টিউশন থেকে ফিরছিল শিশুটি। রাস্তায় কুকুরটি তাদের দেখে চিৎকার করে ওঠে। এরপর পাল্টা ওই শিশুটিও কুকুরকে নকল করে ডেকে ওঠে। দুই একবার এমন করার পরেই ওই পথেই এগিয়ে যায় শিশুটি। তখন তার পথ আটকে দাঁড়ান প্রৌঢ়। 

 

পাঞ্জাবি প্রৌঢ় ভরা রাস্তায় শিশুটিকে ব্যাপক মারধর শুরু করেন। রাস্তায় ফেলেও তাকে মারতে থাকেন। এরপর শিশুটির বুকে পা রেখে চড়, থাপ্পড় মারতে শুরু করেন। আহত হলেও কারোর কাছে সাহায্য চায়নি শিশুটি। কাঁধে ব্যাপ তুলে বাড়ি ফিরে আসে সে। 

 

শিশুটির উপর অত্যাচারের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। অনেকেই প্রৌঢ়ের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজেও অত্যাচারের ভিডিওটি ধরা পড়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত জারি রেখেছে।