আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে পাঞ্জাবের গুরুদাসপুরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় পাকিস্তানী নাগরিক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই যুবককে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে।
হুসনাইন নামে ওই অনুপ্রবেশকারীকে পাঞ্জাব পুলিশ যখন আটক করে, তখন তাঁর কাছে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র ছিল। পুলিশ হুসনাইনের কাছ থেকে ৪০ টাকা মূল্যের পাকিস্তানি মুদ্রা উদ্ধার করে। পাঞ্জাব পুলিশের সূত্রে খবর, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন।পরে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এখনও পর্যন্ত, পুলিশ কোনও সন্ত্রাসবাদী যোগসূত্র খুঁজে পায়নি।
পাহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি দৃঢ় পদক্ষেপ করেছে। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করা ছাড়াও পাঞ্জাবে পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। সমস্ত পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং তাদের ভারত ছেড়ে যেতে বলেছে। এর অন্যথা হলে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ভারত, পাকিস্তানের সমস্ত বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সামরিক বিমানও রয়েছে।
পুলিশ রবিবার জানিয়েছে, রবিবার অমৃতসরের সেনা ক্যান্টনমেন্ট এলাকা এবং বিমান ঘাঁটির সংবেদনশীল তথ্য-ছবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে ফাঁস করার অভিযোগে পাঞ্জাব পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নাম পলক শের মসিহ এবং সুরজ মসিহ।
অমৃতসর গ্রামীণ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট মনিন্দর সিং বলেন, "পলক শের মসিহ এবং সুরজ মসিহ সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে, যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেছিল এবং তাদের কাছে সংবেদনশীল বিভিন্ন নির্মাণ সম্পর্কে তথ্য ফাঁস করেছিল। আমরা তাদের দু'জনকেই গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে অনেক তথ্য উদ্ধার করেছি।"
এসএসপি সিং আরও বলেন, "তাদের আরও একজন সহযোগী ছিল, হরপ্রীত, যে তাদের আইএসআই-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, এবং আমরা তাকে অমৃতসর জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে নিয়ে আসব। তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটিএনডিপিএস মামলা দায়ের করা হয়েছে।"
