আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলায় ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর, কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনী অন্তত নয়টি বাড়ি উড়িয়ে দিয়েছে। এই বাড়িগুলি চিহ্নিত করা হয়েছিল জঙ্গিদের পরিবারের বলে।

লস্কর-ই-তৈবা সদস্য আদিল আহমদ ঠোকার পরিবারের বাড়ি ধ্বংসের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। পরে মুররান, বান্দিপোরা ও কুপওয়ারায়ও বাড়ি উড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে প্রতিবেশী বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজনৈতিক নেতারা, যেমন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, নিরপরাধ মানুষকে শাস্তি দিলে জনগণের মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে। হুরিয়ত নেতৃবৃন্দও নিরপরাধ কাশ্মীরি পরিবারের উপর অন্যায় না করার অনুরোধ জানিয়েছেন।

সর্বোচ্চ আদালত আগেই বলেছিল, কোনও ব্যক্তির অপরাধের অভিযোগে বাড়িঘর ধ্বংস করা আইনের পরিপন্থী এবং দায়ী কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।