আজকাল ওয়েবডেস্ক: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্পের প্রশাসন। গতকাল মঙ্গলবার বিরাট ঘোষণা করেছে তারা। যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় নতুন পাঁচটি দেশের নাম যোগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সিরিয়া-সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাঁচটি দেশের নাম এই তালিকায় নতুন করে যোগ করা হয়েছে। অর্থাৎ এরপর এই দেশগুলি থেকে নাগরিকরা আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেই এহেন ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। 

গতকাল হোয়াইট হাউসের তরফে ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত নতুন দেশগুলির নাম ঘোষণা করেছে। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান, এই পাঁচটি নতুন দেশকে। পাশাপাশি ফিলিস্তিন থেকেও নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে। 

প্রসঙ্গত, গত জুনে ১২টি দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। ইরান, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন, এই দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকদের ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছিল। 

গত মাসে আফগানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করেন ডোনাল্ড ট্রাম্প। তালিবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে লড়াই করা আফগানদের পুনর্বাসন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। ওয়াশিংটনে মোতায়েন ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করার ঘটনায় জড়িত এক আফগান নাগরিকের এহেন কাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছে, নাইজেরিয়া ছাড়াও একাধিক দেশের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। সেগুলি হল, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ডোমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, আইভরি কোস্ট, মালাউই, মৌরিতানিয়া, সেনেগাল, তানজানিয়া, টোঙ্গা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। 

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প একটি আদেশ জারি করেন। সাতটি মুসলিম প্রধান দেশ, ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষিদ্ধ করেন। যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতেও বাধা দেওয়া হয়েছিল এই দেশের নাগরিকদের। এমনকী যুক্তরাষ্ট্রে অবতরণের পর বিমানবন্দরে আটক করা হয়েছিল বহু নাগরিককে।