টেলিপাড়ায় তিনি ‘ফাদার ফিগার’। পরিবারের ভরকেন্দ্র, সবাইকে আগলে রাখার নির্ভরযোগ্য মানুষ—পর্দায় রোহিত মুখোপাধ্যায়কে দর্শকরা বেশিরভাগ সময় এই রূপেই দেখে এসেছেন। এক সময় একটানা ধারাবাহিক করেছেন। তবে এখন কমিয়েছেন কাজের গতি। তাই বলে থেমে যাননি। ফের শুটিং ফ্লোরে অভিনেতা। নতুন কাজের ঘোষণা করেছেন নিজেই। বুধবার সকালে ফেসবুকে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘নতুন কাজ। নতুন পথ চলা শুরু। নতুন পরিবেশে। নতুন উদ্যমে।’

এবার কোন ধারাবাহিকে ফিরছেন রোহিত? প্রশ্ন করা হলে আজকাল ডট ইন-কে রোহিতের উত্তর, “ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। তাই তা এখনই বলতে পারব না। তবে আমি নায়কের বাবার চরিত্রে অভিনয় করছি। আজ প্রোমো শুটের পথেই পোস্টটা করলাম।”

পর্দায় রোহিত যেন বরাবরই সদাহাস্য, মাটির কাছাকাছি একজন মানুষ। সেই সারল্যই যেন খুব অল্প সময়ে তাঁকে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে দিয়েছে। কিন্তু নতুন কাজে কি আবারও সেই চেনা ছকেই ধরা দেবেন অভিনেতা, নাকি অপেক্ষা করছে একেবারে ভিন্ন কোনও চমক? তাঁর উত্তর, “না, এবার হয়তো খুব হাসিখুশি চরিত্রে আমায় দেখা যাবে না। বরং একটা রাগী আর গম্ভীর হয়েই ফিরছি। তবে দর্শক যে সব চরিত্রেই আমায় এত ভালবাসেন, পছন্দ করেন, এটা আমার কাছে আশীর্বাদ। একজন অভিনেতা হয়ে এর বেশি আর কী-ই বা চাইতে পারি।”

স্টার জলসায় নতুন ধারাবাহিক আনছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস। মুখ্য চরিত্রে শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিত। ধরে নেওয়া যেতে পারে, সেই ধারাবাহিকের প্রোমো শুটের কারণেই তাজপুর-মন্দারমণি এলাকায় পাড়ি দিয়েছেন রোহিত। কারণ তিনি যে ধারাবাহিকে কাজ করতে চলেছেন, সেটিও সম্প্রচারিত হবে স্টার জলসায়। প্রযোজক এসভিএফ। তাই দু’য়ে দু’য়ে চার করে নিতে বিশেষ অসুবিধা হয় না। অভিনেতা যদিও এতে শিলমোহর বসাননি।

টলিপাড়ার অন্দরের খবর, নতুন ওই ধারাবাহিকের জন্য আদৃত রায়, রণজয় বিষ্ণুরও লুক সেট হয়েছিল। তবে এখনও পর্যন্ত শুভ্রজিৎকেই চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা। যদিও এখনও অপেক্ষা রয়েছে প্রোমো শুটিংয়ের। কারণ ইদানীং লুক সেট হয়ে গেলেও অনেক সময় নায়ক-নায়িকা বাদ চলে যাওয়ার নজির রয়েছে। এমনকি প্রোমো শুটিংয়ের পরও এই ঘটনা ঘটে। তাই এখনও চূড়ান্ত নির্বাচনে অনিশ্চয়তা রয়েছে। তবে আশা করা যায়, এসভিএফের এই ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসাবে থাকছেন  শুভ্রজিৎ-দীপান্বিতাই।