আজকাল ওয়েবডেস্ক:‌ মহাকুম্ভে গিয়ে অনেক পূণ্যার্থীই অসুস্থ হয়ে পড়েছিলেন। হার্ট অ্যাটাক হয়েছিল ১০০ জনেরও বেশি পূণ্যার্থীর। দ্রুত চিকিৎসার মাধ্যমে সবাইকেই বাঁচানো সম্ভব হয়েছে। সঙ্কটজনক ১৮৩ জন পূণ্যার্থীকে আইসিইউতে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। ছোটবড় ৫৮০টি অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে।


প্রায় ২ লক্ষের কাছাকাছি পূণ্যার্থীর রক্ত পরীক্ষা করা হয়েছে। আউটডোর পরিষেবা দেওয়া হয়েছে ১ লক্ষের বেশি পূণ্যার্থীকে।


অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মহাকুম্ভের সেন্ট্রাল হাসপাতালেই সমস্ত পূণ্যার্থীর সফল চিকিৎসা হয়েছে। মহাকুম্ভে চিকিৎসা পরিষেবার দায়িত্বে থাকা নোডাল অফিসার ডাক্তার গৌরব দুবে জানিয়েছেন, দেশ ও বিদেশ থেকে আসা পূণ্যার্থীদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে মহাকুম্ভ নগরে।


তিনি আরও জানিয়েছেন, ‘‌মধ্যপ্রদেশ থেকে দুই পূণ্যার্থী এসেছিলেন। যাদের বুকে ব্যথা শুরু হয়েছিল। সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে রেখে তাঁদের চিকিৎসা হয়েছে। দু’‌জনেই এখন ভাল আছেন।’‌ জানা গেছে, দুই পূণ্যার্থীরই ইসিজি পরীক্ষার পর বুকে সমস্যা ধরা পড়েছিল।  


ফুলপুরের হনুমানগঞ্জ থেকে আসা ১০৫ বছরের রাম জানে দাস পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনিও এখন সুস্থ। 


মহাকুম্ভে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ওই চিকিৎসক। রাজ্য সরকারে তরফে একটি বড়সড় মেডিক্যাল টিম কুম্ভ মেলার জন্য গঠন করা হয়েছিল। হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ সহ অন্যান্য চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছিল।