আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ভারত। এই প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরের অকট্রয় সীমান্ত ফাঁড়ি বন্ধ করা হল। জনপ্রিয় এই ফাঁড়ি দিয়ে কোনও সাধারণ মানুষ আর যাতায়াত করতে পারছেন না।
ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান ক্রসিং পয়েন্ট আটারি সীমান্ত, ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার (এলইটি) শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। এরপরই ইসলামাবাদকে বার্তা দিতে একগুচ্ছ পদক্ষেপের মধ্যে অন্যতম আটারির ইন্টিগ্রেটেড চেক পোস্টে দিয়ে যাতায়াত স্থগিত করা হয়েছিল।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার সময় শাহ জানান যে, সংশ্লিষ্ট রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে।
পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। সেই আবহেই এবার বিএসএফ অকট্রয় সীমান্ত ফাঁড়িটিও সাধারণ মানুষের জন্য বন্ধ করল।
