আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি ভাঙার ঘটনায় মহারাষ্ট্র সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ছত্রপতি শিবাজীর মূর্তি ফের গড়তে তাঁরা যৌথভাবে সহায়তা করবে। একটি কমিটি গঠন করা হয়েছে।

 

 এই কমিটি মহারাষ্ট্র সরকারের সঙ্গে মিলে কাজ করবে। বিশেষজ্ঞ টিম গঠন করা হবে। তাঁরাই এই কাজ ফের দ্রুত শুরু করার বিষয়টি দেখবে। ২৬ আগস্ট সিন্ধুদুর্গের মালভান এলাকায় ভেঙে পড়ে শিবাজীর ৩৫ ফুটের মূর্তি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই মূর্তির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ মাসের মধ্যে ভেঙে পড়ে এই মূর্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে।

 

 লোকসভা নির্বাচনের ফলাফলে চাপে পড়া এনডিএ আরও বেশি কোণঠাসা হয়ে পড়ে। এই মূর্তি তৈরির দায়িত্বে ছিল নৌসেনা, যাদের এবিষয়ে তেমন অভিজ্ঞতা ছিল না। মূর্তির মালমশলার গুণমান নিয়ে রাজ্যের পূর্ত দফতর আগেই অসন্তোষ প্রকাশ করেছিল।

 

মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী রবীন্দ্র চভন জানান, যে ইস্পাত দিয়ে মূর্তি তৈরি হয়েছিল তাতে দ্রুত জং ধরতে শুরু করে। নৌসেনাকে এসব জানান সত্ত্বেও কোনও লাভ হয়নি। চভনের এই মন্তব্যের পরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি এবং ছত্রপতি শিবাজীর অসম্মানের অভিযোগ করে। সরগরম হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি।