আজকাল ওয়েবডেস্ক : আসন্ন কুয়াশাচ্ছন্ন মরসুমে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটা থেকে রক্ষা পেতে আগামী পয়লা ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী পয়লা ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস প্রতি শুক্রবার(১৩ ট্রিপ), ৩ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২২১৯৭ কলকাতা - বীরাঙ্গণা লক্ষ্মীবাই ঝাঁসি সুপার ফাস্ট এক্সপ্রেস প্রতি রবিবার, ৩ ডিসেম্বর থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪০০৪ নতুন দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস প্রতি রবিবার এবং বৃহস্পতিবার(২৬ ট্রিপ) চলবে।
আগামী ৫ ডিসেম্বর থেকে ২ মার্চ ১৪০০৩ টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস প্রতি মঙ্গল ও শনিবার (২৬ট্রিপ) বাতিল থাকবে। ফ্রিকোয়েন্সি হ্রাস করা হবে ১২৯৮৮ আজমির-শিয়ালদহ সুপার ফাস্ট এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২৯৮৭ শিয়ালদহ-আজমির সুপার ফাস্ট এক্সপ্রেস আগামী ৩ ডিসেম্বর থেকে পয়লা মার্চ পর্যন্ত, ২২৪০৬ আনন্দ বিহার-ভাগলপুর ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ২২৪০৫ ভাগলপুর-আনন্দ বিহার ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৭ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ।
এছাড়া আংশিক বাতিল থাকবে ১২১৭৭ হাওড়া-মথুরা সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ১ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি আগ্রা ও মথুরার মধ্যে এবং ১২১৭৮ মথুরা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মথুরা এবং আগ্রার মধ্যে বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর।