আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহের চরম পরিণতি। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের গলা টিপে খুন করলেন স্বামী। মুহূর্তের মধ্যে মৃত্যু হল তাঁর। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ২৭ বছরের অনুষা ও জ্ঞানেশ্বরের মধ্যে তুমুল বচসা হয়। ঝগড়া চলাকালীন অনুষাকে গলা টিপে খুন করেন। পরে থানায় এসে খুনের বর্ণনা দেন। 

 

জানা গেছে, তিন বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন অনুষা ও জ্ঞানেশ্বর। কিন্তু বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে নিত্যদিন ঝামেলা, অশান্তি হত। পরিবার, প্রতিবেশীরাও দু'জনের ঝামেলার কথা জানতেন। অনুষা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেদিন সকালেও হঠাৎ তর্কাতর্কি শুরু হয় দু'জনের মধ্যে। রাগের মাথায় অনুষার গলা টিপে ধরেন জ্ঞানেশ্বর। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হবু মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান জ্ঞানেশ্বর‌। 

 

সে সময় পরিবার ও বন্ধুদের যুবক জানিয়েছিলেন, অনুষার আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থানায় গিয়ে নিজেই খুনের ঘটনাটি জানান যুবক। সে সময়েই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।