আজকাল ওয়েবডেস্ক: আগুনে ঝলসে প্রাণ গেল ৬ বছরের মেয়ের। গুরুতর আহত আরও ৪। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঝাড়খন্ডের হাজারিবাগে। মালব্য নগরের ব্যস্ত বাজারে সোমবার সন্ধে বেলায় স্থানীয়রা কার্তিক পূর্ণিমায় মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন। তারমাঝেই আগুন লাগে এলাকার একটি বাসভবনে। সেখান থেকে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ি গুলিতে। হাজারিবাগের পুলিশ সূত্রের খবর, প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ বছরের এক কিশোরীর, জানা গিয়েছে তার নাম আন্নু। গুরুতর আহত হয়েছেন পরিবারের ৪ জন। নিকটবর্তী বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।