আজকাল ওয়েবডেস্ক: ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং-ওয়ং রবিবার ভয়াবহ রূপ নিল। ঝড়টি সুপার টাইফুনে রূপান্তরিত হওয়ার পরই পূর্ব ও উত্তরাঞ্চলজুড়ে দ্রুততার সঙ্গে ১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এটাই সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি, যা একই সপ্তাহে আরেকটি টাইফুনের আঘাতের পর আবারও নতুন দুর্যোগ ডেকে আনছে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুপার টাইফুন ফাং-ওয়ং রবিবার রাতেই মধ্য লুজোনের অরোরা প্রদেশে আছড়ে পড়তে পারে। এই ভয়ংকর ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, আর দমকা হাওয়া ঘণ্টায় ২৩০ কিলোমিটার। 


এখানকার ছোট্ট দ্বীপ ক্যাটানডুয়ানেস ঝড়ের “ডাইরেক্ট হিট”-এর মুখে পড়তে পারে। ইতিমধ্যেই দ্বীপটিতে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে, উপকূলের রাস্তাগুলোতে ঢেউ আছড়ে পড়ে স্টর্ম সার্জের সৃষ্টি হচ্ছে। এখানকার বড় অংশেই ঝড়ের সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। 


ফিলিপাইন কোস্ট গার্ড কর্তৃক প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, প্রি-এম্পটিভ ইভাকুয়েশনের সময় যাত্রীরা নৌকা থেকে ব্যাগ ও সামগ্রী হাতে নামছে এবং ট্রাকে উঠে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে। আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা জানান, টাইফুনটি ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি করতে পারে, যা দেশে ব্যাপক বন্যা সৃষ্টি করতে পারে। 


বিজ্ঞানীরা আগেই বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন আরও শক্তিশালী হচ্ছে। উষ্ণ মহাসাগর ঘূর্ণিঝড়কে দ্রুত তীব্র হতে সাহায্য করে এবং উষ্ণ বায়ুমণ্ডল অধিক জলীয়বাষ্প ধারণ করতে পারে, ফলে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়।


ঝড়ের কারণে ৩০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। এবিএস-সিবিএন নিউজের এক ভিডিওতে দেখা যায়, ক্যাটানডুয়ানেসে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন, প্রবল বাতাসে গাছের ডালপালা দোল খাচ্ছে এবং ভারী বর্ষণে পুরো এলাকা ভিজে যাচ্ছে, যার শব্দ দূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল।


সোমবার সরকারি অফিস ও সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের নিজস্ব প্রধানদের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রেসিডেন্সিয়াল প্যালেস এক স্মারকপত্রে জানিয়েছে।


টাইফুন ফাং-ওয়ং আসে কয়েক দিন পরেই, যখন টাইফুন কালমেগি ফিলিপাইনে আঘাত হেনে ২০৪ মানুষকে হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হয়েছিল। ভিয়েতনামের মধ্যাঞ্চলের ভুং চেও মৎস্যগ্রামে শত শত লবস্টার খামার ধ্বংস হয়ে যায় এবং মাছ ধরার নৌকার ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে।