অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপটা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক রাখঢাক না রেখে জানিয়েছেন, বলিউডের উপর বীতশ্রদ্ধ হয়ে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি ছাড়ছেন তিনি! পাশাপাশি এও জানালেন এবার থেকে তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির জগতে। বলিপাড়ার ছবি তৈরির মানসিকতাকে তীব্র নিন্দা করেছিলেন তিনি। এবার প্রযোজক বনি কাপুর সমন্ধে এক অজানা তথ্য ফাঁস করলেন অনুরাগ। বলাই বাহুল্য, সেই মন্তব্যের সঙ্গে মিশে রয়েছে অনুরাগীয় ছন্দের মজা এবং ব্যঙ্গ! 

 

 

বলিউডের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ব্ল্যাক ফ্রাইডে’-র স্রষ্টা অনুরাগ কাশ্যপ, তাঁর নামটাই আজ আলাদা পরিচয়। তবে তাঁর যাত্রাপথটা কখনও মসৃণ ছিল না। খুব কম জনই জানেন, ২০০৩ সালে তৈরি অনুরাগের প্রথম ছবি ‘পাঁচ’ সেন্সর বোর্ডের আপত্তির কারণে কখনও মুক্তিই পায়নি। অথচ তার অনেক আগেই, ‘সত্যা’ (১৯৯৮) ছবির সহ লেখক হিসেবে অনুরাগ নিজের প্রতিভার ছাপ রেখে দিয়েছিলেন, যা বদলে দিয়েছিল তাঁর জীবনের মোড়।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ খুলে বললেন সেই সময়ের কিছু অজানা গল্প। তাঁর কথায়, “বনি কাপুর একদিন আমাকে বলেছিলেন, ‘তুমি একটা ছবি বানাও। বান্দ্রা থেকে জুহু পর্যন্ত যে কোনও বিল্ডিং দেখাও, আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেব।’” হাসতে হাসতে অনুরাগ যোগ করেন, “আমি ভাবলাম, যদি ছবি মুক্তির আগেই ফ্ল্যাট দিচ্ছেন, রিলিজের পর হয়তো একটা বাংলো পাব!”

 

অতীতের সেই দিনগুলো ফিরে দেখে অনুরাগ বলেন, “আজও মনে হয়, যদি ‘পাঁচ’ মুক্তি পেত, আমি একেবারে অন্য মানুষ হতাম। আমি ছবিটা বানিয়েছিলাম নতুন মুখদের নিয়ে,  প্রমাণ করার জন্য যে একটা ভাল গল্পই আসল, তারকারা নয়। কিন্তু ‘ব্ল্যাক ফ্রাইডে’ বা ‘ওয়াসেপুর’ করেও আমি সেটা প্রমাণ করতে পারিনি। শেষ পর্যন্ত সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছিলাম, নিজেকে একটু আলাদা করে নিয়েছিলাম।”

 

‘পাঁচ’ ছবিটি আসলে ১৯৭৬–৭৭ সালে পুণের কুখ্যাত ‘যোশি-অভ্যঙ্কর’ ধারাবাহিক খুনের ঘটনায় অনুপ্রাণিত। কিন্তু ছবির হিংস্রতা, ভাষা আর মাদকাসক্তির দৃশ্যের জন্য আপত্তি জানায় সেন্সর বোর্ড। যদিও ছবিটি কখনও মুক্তি পায়নি, তবুও সময়ের সঙ্গে সঙ্গে ‘পাঁচ’ অনলাইনে কাল্ট স্ট্যাটাস পায়। অনুরাগ কাশ্যপকে প্রতিষ্ঠিত করে এক ‘নির্ভীক গল্পকার’ হিসেবে, যিনি বলিউডের নিয়মভাঙা ধারাকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেছিলেন।

 


অনুরাগ কাশ্যপের নতুন ক্রাইম ড্রামা ‘নিশানচি’ মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর। নিজে পরিচালনার পাশাপাশি ছবির সহলেখকও তিনি। মুখ্য ভূমিকায় আছেন আইশ্বর্য ঠাকরে, যিনি এই ছবিতেই আত্মপ্রকাশ করেছেন, একসঙ্গে অভিনয় করেছেন দ্বৈত চরিত্র বাবলু ও ডাবলুর ভূমিকায়। সঙ্গে রয়েছেন বেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মোহাম্মদ জিশান আইয়ুব, কুমুদ মিশ্র এবং বিনীত কুমার সিং।

 

২০০০ সালের গোড়ার ভারতকে পটভূমি করে তৈরি এই ছবিতে উঠে এসেছে অপরাধ, বিশ্বাসঘাতকতা ও মুক্তির মতো গভীর থিম। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ‘নিশানচি’।  প্রথম দিনেই আয় মাত্র ০.২৫ কোটি টাকা, আর প্রথম ১২ দিনে মোট কালেকশন আনুমানিক ১.৩–১.৪ কোটি টাকার মধ্যে।