আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। সারা বিশ্বের সাধু, ঋষি এবং ভক্তদের আগমণ ঘটে। দূরদূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হন, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। বিশেষত, নাগা সাধু, তাদের অনন্য জীবনধারা, পোশাক এবং ভক্তির প্রকাশ লক্ষ করাও এই মেলায় আগত বহু মানুষের অন্যতম আকর্ষণ। আগেই জানা গিয়েছিল, এবছর অন্তত ৪৫কোটি পূণ্যার্থীর আগমণের প্রত্যাশা করা হচ্ছে।
মহাকুম্ভ মেলার কারণে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। পূণ্যার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে প্রয়াগরাজ স্টেশনেই চিকিৎসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল, সূত্রের খবর তেমনটাই। রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়াগরাজ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রবেশের দরজায় একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করেছে। শারীরিক সমস্যা কিংবা দুর্ঘটনাগ্রস্তরা সেখানে চিকিৎসা করাতে পারবেন। সেখানে মজুত থাকছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে ডিফিব্রিলেটর, শ্বাসকষ্টের সমস্যার জন্যঅক্সিজেন এবং ডায়াবেটিক রোগীদের জন্য গ্লুকোমিটারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম।
উল্লেখ্য, লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকের প্রয়োজন মেটাতে এবার মেলা চত্বরে অস্থায়ী স্টোর চালু করল ব্লিঙ্ক ইট। সংস্থার সিইও অ্যালবিন্ডার ধিন্দসা এই উদ্যোগের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন। তিনি জানান, ‘আমরা প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় তীর্থযাত্রী ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য একটি অস্থায়ী ব্লিঙ্ক ইট স্টোর চালু করেছি’।
