আজকাল ওয়েবডেস্ক: উদয়পুরে সম্প্রতি এক ভয়াবহ ঘটনা। হোটেলে শেষ সাক্ষাতের অজুহাতে এক তরুণীকে তাঁর প্রেমিক নির্মমভাবে হত্যা করেছে। তরুণীর মৃতদেহ হোটেল কাসা গোল্ডের একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীর এই ভয়াবহ পরিণতি দেখে চমকে উঠেছে দেশ৷ ঘটনার জেরে তদন্ত শুরু হয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম নিকিতা৷ ২২ বছর বয়সী এই নিকিতা উদয়পুরের রিখাবদেওর বাসিন্দা। তাঁর প্রেমিক অভিযুক্ত বিজয় ভোই। ঘটনার দিন হোটেলের রুমে ছিলেন তাঁরা। হঠাৎ তাঁদের মধ্যে শুরু হয় বচসা। দেওয়ালে বারবার আঘাত করা হয় নিকিতার মাথা৷ আক্রমণের তীব্রতার কারণে গোটা ঘর রক্তাক্ত হয়ে যায়৷ খুনের পর, ভোই তার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে হাসপাতালে ভর্তি হয়। মর্মান্তিক এই প্রেমের গল্প ইনস্টাগ্রামে শুরু হয়ে উদয়পুরের হিরণ মাগরি এলাকার হোটেল কাসা গোল্ডে শেষ হয়। 

তদন্তে জানা গিয়েছে, নিকিতা এবং ভোই ইনস্টাগ্রামে আলাপ করে। সেখানেই তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরী হয়। নিকিতার পরিবার এই সম্পর্কের কথা জানতে পেরে অন্য একজনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করে। পরিবারের সদস্যের বক্তব্য অনুযায়ী নিকিতা তাঁর ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন। পেশায় একজন নৃত্যশিল্পী ভোই বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। নিকিতার বিয়ের সিদ্ধান্তে সে অত্যন্ত ক্ষুব্ধ হয়। শেষবারের মত দেখা করতে চায়। রাগের বশেই এই খুন বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে৷ 

ঘটনার একদিন পর মঙ্গলবার বিকেলে হোটেলের ঘরে নিকিতার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে হিরণ মাগরি স্টেশনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। একটি ফরেনসিক দল গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। পুলিশ মামলার বিস্তারিত তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর নিকিতার মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ হাসপাতাল থেকে ভোইয়ের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। বর্তমানে তাকে জেরা করা হচ্ছে।