আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের এটিএম, সোশ্যাল মিডিয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, সব জায়গায় ঢুকতে যাওয়ার আগে লাগে পাসওয়ার্ড। সতর্কীকরণ বার্তা হিসেবে প্রায় সব জায়গায় নতুন পাসওয়ার্ড তৈরির সময় লেখা থাকে কিছুটা জটিল পাসওয়ার্ড দেওয়ার কথা। তবে কিছুক্ষেত্রে অনেকেই মনে রাখা সহজ হবে ভেবে বেশকিছু সহজ পাসওয়ার্ড দিয়ে থাকেন। যেমন উদাহরণ হিসেবে বলা যাক, '১২৩৪৫৬', কিংবা 'INDIA@1234',কিংবা নিজের নাম, সঙ্গে ১২৩৪ জুড়ে। 

তথ্য, ২০২৫ সালে, কোন পাসওয়ার্ডগুলি সবথেকে বেশি মানুষ ব্যবহার করেছেন, তার একটি তালিকা নাকি সামনে এসেছে। Comparitech-এর একটি নতুন প্রতিবেদন অনুসারে, বিশ্বের সবচেয়ে সাধারণ পাসওয়ার্ডটি আবারও "১২৩৪৫৬"। এর আগে, বারে বারে, নানা সতর্কতার কথা বলা হলেও, এই পাসওয়ার্ড মানুষ ব্যবহার করেছেন। অনেকেই যুক্তি দিয়েছেন, মনে রাখা সহজ হওয়ার বিষয়টিকে। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবছর প্রকৃত তথ্য লঙ্ঘন থেকে ফাঁস হওয়া ২ বিলিয়নেরও বেশি পাসওয়ার্ড পোর্টালটি বিশ্লেষণ করেছে। এবং ফলাফল যা সামনে এসেছে তা যেমন মজার, তেমনই উদ্বেগেরও।

তথ্য বিশ্লেষণ করে তৈরি হওয়া রিপোর্ট মোতাবেক, যে দশটি পাসওয়ার্ড সবথেকে বেশি 'কমন' চলতি বছরে, অর্থাৎ ঘুরে ফিরে সবথেকে বেশি সংখক মানুষ ব্যবহার করেছেন, সেগুলি হল-
১২৩৪৫৬
১২৩৪৫৬৭৮
১২৩৪৫৬৭৮৯
অ্যাডমিন
১২৩৪
Aa১২৩৪৫৬
১২৩৪৫
পাসওয়ার্ড
১২৩
১২৩৪৫৬৭৮৯০

বিভিন্ন ক্ষেত্রে বারে বারে বলা হয়ে থাকে, পাসওয়ার্ড এমন ভাবে তৈরি করতে, যাতে অক্ষর, সংখ্যা মিলেমিশে থাকে। অর্থাৎ অন্যের তা ভাবনার বাইরে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথম হাজার পাসওয়ার্ডের ক্ষেত্রে, কেবল সংখ্যাই ব্যবহার করা হয়েছে। এবং এক তৃতীয়াংশের বেশি ব্যবহারকারী শুরুতেই '১২৩...' ব্যবহার করেছেন। বহ্য মানুষ আবার পাসওয়ার্ড হিসেবে 'password' শব্দটিই ব্যবহার করেছেন। তালিকায়  'Admin', 'Welcome'শব্দগুলি।

উল্লেখ্য, বেশিরভাগ বিশেষজ্ঞ কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ডের কথা বলে থাকেন। পাসওয়ার্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করলে এটির ক্র্যাক হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু রিপোর্ট অনুসারে, ৬৫.৮% পাসওয়ার্ডে ১২ অক্ষরেরও কম ছিল।