আজকাল ওয়েবডেস্ক: বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে হাতের তালুর মতো চেনেন যুবরাজ সিং। অভিষেক এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন। সেই তারকা সম্পর্কে এমন এক তথ্য দিলেন যুবি যা কেউ জানেন না। ভারতের বাঁ হাতি ব্যাটার সম্পর্কে যুবির মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় যুবরাজকে বলতে শোনা গিয়েছে, ''অভিষেক শর্মার কাছ থেকে যে কেউ যা কিছু নিয়ে যেতে পারে, কিন্তু কেউ ওর কাছ থেকে ব্যাট নিতে পারবে না।"
এক অনুষ্ঠানে অভিষেকের উপস্থিতিতে যুবি বলেন, "ইয়ে মার জায়েগা, পিট জায়েগা, রো দেগা পার আপনা ব্যাট নে হি দেগা। এমনকী যদি ওর ১০টা ব্যাটও থাকে, তবুও বলবে, আমার কাছে মাত্র দু'টি ব্যাট রয়েছে।''
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নতুন মাইলফলক ছুঁলেন। মাত্র ৫২৮ বলেই ১০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করে তিনি হয়ে গেলেন ইতিহাসের সবচেয়ে দ্রুততম ব্যাটার এই রেকর্ডে। এর আগে সূর্যকুমার যাদবের নাম ছিল শীর্ষে, যিনি ৫৭৩ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ইংল্যান্ডের ফিল সল্ট (৫৯৯), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৬০৪), আর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (৬০৯) এঁরা রয়েছেন প্রথম পাঁচে। ২৮ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে তিনি হলেন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার।
সেই অভিষেক শর্মা তাঁর ও শুভমান গিলের জুটি প্রসঙ্গে বলছেন, আমার আর শুভমানের জুটি বরফ আর আগুনের নয়। আগুন আর আগুন। শুভমান এদিন যেভাবে ব্যাটিং করল, তাতে বলতেই হবে আমরা দু'জনেই আগুন। আমি আর শুভমান অনূর্ধ্ব ১২ থেকে খেলছি। দু'জনের মধ্যে বোঝাপড়া ভাল। আমি জানি গিল কোন শট খেলতে চলেছে। আবার গিল জানে আমি কোন বোলারকে মারার টার্গেট করছি। কখনও কখনও শট নির্বাচনের ক্ষেত্রে আমাকে সাহায্য করে গিল। আমিও ওকে সাহায্য করি। আমাদের মধ্যে এমনই রয়াসন। আমরা খুব উপভোগ করি।''
