আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকেই এমসিএক্স-এ সোনার দাম উর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শুরু হয়। বিশ্বের বাজারের ইতিবাচক ইঙ্গিত এবং দুর্বল মার্কিন ডলারের কারণে সকালে এমসিএক্স গোল্ড ডিসেম্বর ফিউচার্স ০.২৭% বেড়ে দাঁড়ায় ১০ গ্রামে ১,২০,৯৩৯। একই সময়ে রুপোর ফিউচার্স ০.৬০% বেড়ে প্রতি কেজিতে ১,৪৭,৯৩৮ ছুঁয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ ডিসেম্বর মাসে সুদের হার কমাতে পারে—এমন আশার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি শাটডাউন পরিস্থিতির কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি ঝোঁক বেড়েছে।


তবে দিনের শেষে সোনার দাম সামান্য কমে ০.০২% হ্রাস পেয়ে ১০ গ্রামে ১,২১,০৮৩ হয়েছে। রুপো শক্ত অবস্থান ধরে রেখেছে এবং ০.০৪% বেড়ে ১,৪৭,৭৮৯–এ স্থির হয়েছে। এদিকে দেশের জুড়ে বিয়ের মরসুমের তুঙ্গে কেনাবেচা, ফলে সাধারণ পরিবারগুলো এখন ভাবছে—সোনা কিনবেন এখন, নাকি কিছু দিন অপেক্ষা করবেন?


কেন্দ্রীয় ব্যাঙ্ক, রাজনীতি এবং সোনার দৌড়
গত কয়েক বছর ধরে সোনার দাম বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর আগ্রাসী সোনা কেনা এবং অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি।


সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গোল্ড ইটিএফগুলো প্রায় ৬০০ টন সোনা কিনেছে। যদিও সাম্প্রতিক মূল্য সংশোধনের পর ইটিএফগুলোর আগ্রহ কিছুটা কমতে পারে, তবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কেনা অব্যাহত থাকবে। 


ঘরোয়া বাজারে দাম বেশি, কিন্তু চাহিদা কমেনি
উচ্চ দামের কারণে ভারতীয় খুচরা বাজার কিছুটা চাপে থাকলেও সোনার চাহিদা একেবারে কমে যায়নি—বরং তা রূপ বদলেছে। বিয়ের সময়ে সোনার দাম শক্ত অবস্থানে থাকবে। উৎসব ও বিয়ের কেনাকাটাই চাহিদা বাড়িয়ে রাখছে। গ্রাহকরা এখন সোনার সঙ্গে হীরের গয়নাও বেশি কিনছেন যাতে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল বজায় থাকে। হীরেখচিত সোনার গয়না, লাইটওয়েট ১৮ ক্যারাট ডিজাইন এবং পোলকি-ডায়মন্ডের মিশ্রণ এখন বিশেষভাবে জনপ্রিয়, বিশেষ করে মিলেনিয়াল বর—কনে প্রজন্মের কাছে।


বাজেট কত ধরা উচিত?
নভেম্বর থেকে জানুয়ারির পিক ওয়েডিং সিজনে ২২ ক্যারাট সোনার দাম গ্রামপ্রতি ১১,০০০ থেকে ১৩,০০০ রেঞ্জে থাকতে পারে। মাঝেমধ্যে সামান্য ওঠানামা হতে পারে, তবে বড় ধরনের সংশোধন সম্ভাবনা কম।


বিয়েতে সোনা কি এখনও আলো ছড়াবে?
সোনা ভারতের বিয়ে ও সংস্কৃতিতে অপরিবর্তনীয়—আবেগের, ঐতিহ্যের এবং সঞ্চয়ের প্রতীক। তবে এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ডায়মন্ড, ১৮ ক্যারাট গয়না, এবং হালকা ডিজাইনের হাইব্রিড মডেল, যা ব্যয় কমিয়ে স্টাইল বজায় রাখে। সোনা ভারতীয় বিয়ের কেন্দ্রস্থলেই থাকবে, কিন্তু জুয়েলারির ধরণ বদলে যাচ্ছে। আধুনিক কনে ডায়মন্ড বেছে নিচ্ছেন এর বহুমুখী ডিজাইন ও আধুনিক স্টাইলের জন্য।


তাহলে এই সিজনে সোনা কিনবেন?
বিশেষজ্ঞরা বলছেন—সোনা কিনতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে, তাড়াহুড়ো করে নয়। ধাপে ধাপে কেনা, ডিজিটাল গোল্ডে আংশিক বিনিয়োগ, এবং ঐতিহ্যবাহী গয়নার সঙ্গে আধুনিক ডিজাইনের মিশেল—সব মিলিয়ে বাজেট, স্টাইল ও সঞ্চয়—তিনটেই বজায় রাখা সম্ভব। বিয়ের মরসুমে সোনা কিনতেই পারেন, তবে পরিকল্পনা করে কিনলেই লাভ বেশি।