টেলিভিশন জগৎ-এর জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'-এর প্রতিযোগী অভিষেক বাজাজ বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এক বড়সড় বিতর্কের সম্মুখীন। সম্প্রতি তাঁর প্রাক্তন স্ত্রী আকাঙ্ক্ষা জিন্দল অভিষেকের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রতারণার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন! যা টেলিভিশন মহলে নতুন করে শোরগোল ফেলেছে।

 

 

আকাঙ্ক্ষার এই বিস্ফোরক অভিযোগের পরেই জানা যাচ্ছে, অভিষেক যখন তাঁর সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন, সেই সময়ে তিনি 'বিগ বস ১৫'-এর প্রাক্তন প্রতিযোগী, অভিনেত্রী ডোনাল বিশতের সঙ্গে গোপনে প্রেম করছিলেন!

 


আকাঙ্ক্ষা জিন্দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিষেকের চরিত্রের উপর গুরুতর প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন যে অভিষেক একজন 'মিথ্যাবাদী' এবং নিজের জীবনের ঘটনা গোপন করে থাকেন। আকাঙ্ক্ষার মতে, এই কারণেই তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। তিনি আরও লেখেন যে অভিষেক কেবল ভাল সাজার ভান করেন এবং মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কৌশলপূর্ণ কথা বলেন।


আকাঙ্ক্ষার সবচেয়ে গুরুতর অভিযোগ হল, অভিষেক ১৫ বছর ধরে একই কাজ করে চলেছেন। তিনি ইঙ্গিত করেন যে 'বিগ বস'-এর ঘরে অভিষেক ২১ বছর বয়সী প্রতিযোগী আশনূর কৌরের সঙ্গে একই 'ইতিহাসের পুনরাবৃত্তি' করছেন।

 

 

প্রথমে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল যে অভিষেক ও আকাঙ্ক্ষার বিচ্ছেদ ছ'বছর আগে হয়ে গিয়েছে। তবে আকাঙ্ক্ষা এই তথ্যের ভুল শুধরে দেন। তিনি স্পষ্টভাবে জানান, তাঁরা আগস্ট ১৮, ২০২৩-এ আলাদা হন। অর্থাৎ, তাঁদের বিচ্ছেদ হয়েছে মাত্র এক বছরেরও কিছু বেশি সময় আগে।
একটি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে যে অভিষেক আকাঙ্ক্ষার সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই অভিনেত্রী ডোনালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। 

 


সূত্রটি জানায়, অভিষেক ও ডোনাল কিছু সময়ের জন্য একসঙ্গে ছিলেন। যখন অভিষেক আকাঙ্ক্ষার সঙ্গে বিবাহিত ছিলেন, তখনও তাঁরা ডেট করছিলেন। এই তথ্য যদি সত্যি হয়, তবে এটি প্রমাণ করে যে বিবাহিত জীবনে অভিষেক তাঁর স্ত্রীকে প্রতারণা করছিলেন।

 


তবে, অন্য একটি সূত্র আবার দাবি করেছে যে তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল আকাঙ্ক্ষার সঙ্গে অভিষেকের আলাদা হওয়ার পর। যদিও বিতর্ক আরও বেড়েছে, কারণ এই বিষয়ে অভিষেক বা ডোনাল কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

 


আকাঙ্ক্ষার গুরুতর অভিযোগ এবং ডোনাল বিশতের সঙ্গে তাঁর অতীতের সম্পর্ক নিয়ে জল্পনা— সব মিলিয়ে অভিষেক বাজাজ এখন 'বিগ বস ১৯'-এর সবচেয়ে আলোচিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম। দর্শকরা এখন গভীর আগ্রহে দেখছেন, এই বিতর্কের জেরে অভিষেকের খেলায় বা 'ইমেজ'-এ কী প্রভাব পড়ে।