আজকাল ওয়েবডেস্ক : অন্দ্রপ্রদেশে ওষুধ তৈরীর প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত আরও বহু । তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচুটাপুরাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন দুপুরে লাঞ্চ টাইম চলার সময় এই বিস্ফোরণের ঘটনা হয়। যে কারখানায় বিস্ফোরণ হয় সেটি একটি ওষুধের কারখানা। বিস্ফোরণের পর স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা চারদিকে ছোটাছুটি শুরু করে দেন। কারখানায় ৩৮১ জন কর্মী ছিলেন। তারা দুটি শিফট নিয়ে কাজ করতেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনার জেরে গভীর শোকপ্রকাশ করেছেন।
খবর পেয়ে সেখানে আসেন পুলিশের কর্তারা। ছুটে আসে দমকল বাহিনী। কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখছে পুলিশ। এইরকম একটি জায়গা যেখানে অনেক মানুষ থাকে সেখানে এমন একটি বিস্ফোরণের ফলে আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারত। শুরু হয়েছে তদন্ত।
