আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের পর এবার ডিসেম্বর। আবারও শীতের মরশুমে উষ্ণ আবহাওয়ার সাক্ষী থাকবে দেশের অধিকাংশ রাজ্য। কনকনে ঠান্ডার আমেজ থেকে এবছর বঞ্চিত হবেন দেশবাসীরা। কমবে শৈত্যপ্রবাহের দাপটও।
আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বরে দেশের বেশিরভাগ জায়গায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে। শুধুমাত্র ডিসেম্বরে নয়, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ গোটা শীতের মরশুমে গোটা দেশেই দিনের ও রাতের তাপমাত্রা অন্যান্যবারের তুলনায় বেশি থাকবে। একটানা শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কাও কমবে। সাধারণত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানে একটানা ছ'দিন শৈত্যপ্রবাহ চলে। এবছর তার তুলনায় শৈত্যপ্রবাহ কিছুদিন কম স্থায়ী হবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিশ্বজুড়ে ২০২৪ সাল উষ্ণতম বছর হিসেবে বিবেচিত হচ্ছে। উষ্ণতম অক্টোবর ও নভেম্বরের সাক্ষী থেকেছে দেশ। এবার ডিসেম্বরের আবহাওয়া নিয়েও নতুন আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। লা-নিনা সক্রিয় না হওয়া পর্যন্ত তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমবে না। লা-নিনা কবে সক্রিয় হবে, তা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। সম্ভবত আগামী বছরের শুরুতে লা-নিনা সক্রিয় হতে পারে।
