আজকাল ওয়েবডেস্ক: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রগুলির অস্থায়ী তালিকায় আরও ছয়টি স্থান যুক্ত করল ভারত। এগুলির মধ্যে উল্লেখযোগ্য, তেলেঙ্গানার মুদুমাল মেগালিথিক মেনহির এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুন্দেলাদের প্রাসাদ-দুর্গ। সোমবার লোকসভায় কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিষয়টি জানিয়েছেন।

তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, মৌর্য রাজত্বের অশোকের একাধিক রাজ্য, চৌষঠ যোগিনী মন্দির (একাধিক রাজ্য) এবং উত্তর ভারতে (একাধিক রাজ্য) গুপ্ত মন্দির।

পুরীর জগন্নাথ রথযাত্রাকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্রের একটি পরামর্শের জবাবে শেখাওয়াত এই কথা জানিয়েছেন। 

ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, ৭ মার্চ তালিকায় এই ছয়টি নতুন স্থান যুক্ত করা হয়েছে।

ভবিষ্যতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় কোনও জায়গার নাম অন্তর্ভুক্ত করতে হলে তা আগেই বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের অস্থায়ী তালিকায় যুক্ত করা বাধ্যতামূলক। এই সংযোজনের ফলে, বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায় এখন ভারতের ৬২টি কেন্দ্র রয়েছে। 

ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে, চৌষঠ যোগিনী মন্দিরগুলি, ধারাবাহিকভাবে বিবেচনা করা হলে, দেশের একাধিক স্থানে অবস্থিত স্থানগুলি অন্তর্ভুক্ত করে।

বর্তমানে, ভারতের মোট ৪৩টি সম্পত্তি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে ৩৫টি 'সাংস্কৃতিক' বিভাগে, সাতটি 'প্রাকৃতিক' বিভাগে এবং একটি 'মিশ্র' বিভাগে রয়েছে।

২০২৪ সালে ভারত প্রথমবারের মতো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির একটি সভা আয়োজন করে। যেখানে অসমের আহোম রাজবংশের ঢিবি-কবর ব্যবস্থা, মৈদামদের ইউনেস্কোর ঐতিহ্যবাহী তকমা দেওয়া হয়।