আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেও সংসারে সময় দেন না যুবক। তাতেই বিরক্ত, নাজেহাল। এদিকে প্রায়শই দেখা যায়, যুবক ফোন নিয়ে ব্যস্ত। লুকিয়ে লুকিয়ে সকালে-বিকেলে কারও সঙ্গে গল্প করেন। বিষয়টি খতিয়ে দেখতেই জানা গেল, যুবক পঞ্চম বিয়ের চেষ্টা করছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলের ভারকালায়। যুবকের নাম, নীতীশ বাবু। ৩১ বছর বয়সি যুবকের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা এবং গয়না, নগদ টাকা চুরির অভিযোগ জানিয়েছেন তাঁর চার স্ত্রী। ইতিমধ্যেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, অতীতে চারজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুবক। কিন্তু কারও সঙ্গেই আইনিমতে বিয়ে সারেননি। সম্প্রতি আরও এক প্রেমিকার সঙ্গে পঞ্চম বিয়ের চেষ্টা করছিলেন। স্ত্রীদের অভিযোগ, পঞ্চমবার বিয়ে করেও টাকা, সোনার গয়না হাতিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল যুবকের। 

যুবকের চার স্ত্রী অভিযোগ জানিয়েছেন, নীতীশের পঞ্চম বিয়ের চেষ্টার কথা প্রথমে জানতে পারেন তাঁর চতুর্থ স্ত্রী। তিনিই এরপর বাকি আরও তিনজন স্ত্রীয়ের কথা জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।