আজকাল ওয়েবডেস্ক: আপনি যখনই কোনও জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি করে যান, তখনই আপনাকে টোল দিতে হয়। কিন্তু আপনি কি জানেন ভারতে কতগুলি টোল প্লাজা আছে। এবং এই টোল প্লাজাগুলি থেকে বছরে কত রাজস্ব আসে? এই প্রতিবেদনে সেই সবেই আলোকপাত করা হবে।

ভারতে জাতীয় সড়কগুলি যত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, টোল প্লাজার সংখ্যাও একই গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং টোল প্লাজার সংখ্যা যত বাড়ছে, সেগুলি থেকে প্রাপ্ত রাজস্বও তত বাড়ছে।

ভারতে মোট কতটি প্লাজা আছে?
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দেশে মোট ১,০৮৭টি টোল প্লাজা চালু রয়েছে। এই সমস্ত টোল প্লাজা ১.৫ লক্ষ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়কের অংশ।

প্রায় ৪৫,০০০ কিলোমিটার জুড়ে এই টোল প্লাজাগুলিতে টোল আদায় করা হয়। গত কয়েক বছরে টোল প্লাজার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন-  'কে'-তে 'কাবা', 'এম'-এ 'মসজিদ', 'এন'-এ 'নমাজ': স্কুলের নার্সারি স্টাডি ম্যাটেরিয়ালে চাঞ্চল্য, মধ্যপ্রদেশের তুঙ্গে বিতর্ক

উল্লেখযোগ্যভাবে, দেশে বর্তমানে বিদ্যমান সমস্ত টোল প্লাজার মধ্যে ৪৫৭টি টোল প্লাজা গত পাঁচ বছরে তৈরি হয়েছে।

এই টোল প্লাজা থেকে আয়ের কত?
লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুসারে, ভারতের মোট ১,০৮৭টি টোল প্লাজা থেকে প্রতিদিন গড়ে ১৬৮.২৪ কোটি টাকা আয় হয়ে থাকে। অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে লাভের অঙ্ক প্রায় ৬১,৪০৮.১৫ কোটি টাকা।

কোন টোল প্লাজা সবচেয়ে ব্যয়বহুল?
মোদি সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, গুজরাটের ভরথানা গ্রামের টোল প্লাজাটি দেশের সবচেয়ে ব্যয়বহুল। এই টোল প্লাজাটি জাতীয় সড়ক ৪৮-এ নির্মিত, যা জাতীয় রাজধানী দিল্লিকে আর্থিক রাজধানী মুম্বইয়ের সঙ্গে সংযুক্ত করে। এটিই দেশের সর্বোচ্চ রাজস্ব-উৎপাদনকারী টোল প্লাজা। গত পাঁচ বছরের গড় হিসাব করলে- এই টোল প্লাজা থেকে বার্ষিক আনুমানিক আয় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।