টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় 'কমেডি কুইন' ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সংসারে এল নতুন অতিথি। ফের একবার পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতী। এই খবরে বর্তমানে খুশির জোয়ার বইছে অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও নেটিজেনরা।
২০১৭ সালে বিয়ে করেছিলেন ভারতী ও হর্ষ। তাঁদের রসায়ন বরাবরই দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ২০২২ সালের এপ্রিলে তাঁদের কোল আলো করে এসেছিল প্রথম সন্তান লক্ষ্য সিং লিম্বাচিয়া। ছেলেকে আদর করে তারকা দম্পতি ‘গোলা’ বলে ডাকেন। ছোট থেকেই গোলার নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হর্ষ-ভারতী। এবার ছোট্ট গোলার সঙ্গী হিসেবে এল তার ছোটভাই।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মা ও নবজাতক দু'জনেই সুস্থ আছেন। যদিও ভারতী বা হর্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট বা ছবি শেয়ার করা হয়নি, তবে ঘনিষ্ঠ মহল হয় থেকে এই সুখবর নিশ্চিত করা হয়েছে।
ভারতী ও হর্ষ যে দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন এই সুখবর আগেই ভাগ করে নিয়েছেন তাঁরা। দম্পতির ইচ্ছা ছিল, এবার তাঁদের কোল আলো করে আসুক একটি কন্যাসন্তান। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেল ভারতী টিভি-র একটি পডকাস্টে হার্ষ জানিয়েছিলেন, তাঁরা নাকি ইতিমধ্যেই তৃতীয় সন্তানের কথাও ভাবতে শুরু করেছেন।
সেই পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন সোনালি বেন্দ্রে। মাতৃত্ব নিয়ে আলোচনার সময় সোনালি জানান, তাঁর একটিই সন্তান। সেই প্রসঙ্গেই ভারতী দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নিজের দুশ্চিন্তার কথা বলেন। তাঁকে আশ্বস্ত করে সোনালি বলেন, ভারতী এখন একজন অভিজ্ঞ মা। ঠিক তখনই কথার ফাঁকে হর্ষ মজা করে বলেন, “আমরা থামব না, ভারতী।”
হর্ষের এই মন্তব্যে সোনালি অবাক হয়ে গেলে তিনি আরও যোগ করেছিলেন, “তিন আমার লাকি নাম্বার।” এরপর পুরো বিষয়টি খোলসা করে বলেন ভারতী। তাঁর কথায়, “ও বলে আমরা থামব না। খুব ইচ্ছা যে, আমাদের একটা মেয়ে হোক। তাই ভাবছি, যদি এবারও ছেলে হয়, তাহলে আর একবার চেষ্টা করব। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, যদি তৃতীয়বারও ছেলে হয়? ও বলল, আবার চেষ্টা করব। মানে, যতদিন বেঁচে আছি, ততদিন নাকি এই প্ল্যান চলতেই থাকবে! ”
হর্ষও জানিয়েছিলেন, ছেলে-মেয়ে যাই হোক না কেন, শুরুতে তাঁদের আর সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু যদি এবারও ছেলে হয়, তাহলে তাঁরও ইচ্ছা একটি কন্যাসন্তানের। হর্ষের করার সূত্র অনুযায়ী, এবার তাহলে সত্যিই তৃতীয় সন্তানের জন্য প্রস্তুতি শুরু করবেন ভারতী!
