'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অবশেষে সেই বহু অপেক্ষিত সময়টি আসতে চলেছে। সমস্ত জটিলতা কাটিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছে আর্য, অপর্ণা। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু আদৌ শেষ পর্যন্ত বিয়েটা হবে তো তাদের? ধারাবাহিকের নতুন প্রোমো অন্য ইঙ্গিত দিচ্ছে। 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণার গায়ে হলুদের প্রস্তুতি চলছে। দুই বাড়ির তরফে সকলেই আনন্দে, উচ্ছ্বাসে মেতে উঠেছে। আর্যর গায়ে হলুদ পর্ব সারা হলে সেই হলুদ এনে যখন অপর্ণার গায়ে লাগাতে যাওয়া হয় তা আটকে দেয় নায়িকা। প্রশ্ন করে যে এসব কী করা হচ্ছে। যখন জানানো হয় যে আজ তো তাদের বিয়ে, এই নিয়ম আচার হবেই, তখন অপর্ণা আচমকাই বেঁকে বসে। জানায় যে তার বিয়ে হয়ে গিয়েছে। তবে কি আর্যর মতো অপর্ণারও বিয়ে হয়ে গিয়েছে? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা? 

এই প্রোমো ছাড়াও, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের আরও একটি প্রোমো হালেই প্রকাশ্যে এসেছে, সেখানে আর্য এবং অপর্ণার বিয়ের মুহূর্ত দেখানো হয়েছে। সমস্ত নিয়ম আচার মেনে যখন সাতপাক ঘুরছে অপর্ণা হঠাৎই তার মনে হতে থাকে এসব সে আগেও করেছে। ঘুরে যায় মাথা। আর এক পলকের জন্য তার স্মৃতিতে ভেসে ওঠে আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর মুখ। যদিও সেসবকে উপেক্ষা করে বিয়েটা সম্পন্ন হয়। আর্য ওর হাত ধরে বাকি নিয়ম শেষ করে। পরিয়ে দেয় সিঁদুর। জানায় তাদের কেউ কখনও আলাদা করতে পারবে না। কিন্তু অপর্ণা কেন এই অস্বাভাবিক আচরণ করছে? তবে কি তার সঙ্গে রাজনন্দিনীর কোনও যোগ রয়েছে? নাকি নেপথ্যে আছে অন্য কোনও কারণ? জবাবটা আগামী দিনেই পাওয়া যাবে। তবে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের গল্পে যে বড়সড় একটা টুইস্ট আসতে চলেছে সেটা প্রোমো থেকেই স্পষ্ট। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে কিছুদিন আগে দারুণ বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এসব কাটিয়ে, নায়িকার মুখ বদল হয়ে গল্প এগিয়ে চলেছে। তবে সম্প্রতি টিআরপি অনেকটাই কমেছে এই ধারাবাহিকের। আশা করা যায়, গল্পে টুইস্ট এলে তা পুনরায় বাড়বে।