অভিনেত্রী রশ্মিকা মন্দানা ব্যস্ত শুটিং শিডিউল ও একের পর এক কাজের ফাঁকেই নিজের জন্য একটু সময় বের করলেন। এবং সেই সময়টা শুধু বন্ধুদের জন্যই রাখলেন তিনি। একান্তে বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন শ্রীলঙ্কায়। সেখানকার সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য আর আড্ডায় ভরা সেই গার্লস ট্রিপের একগুচ্ছ ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই শুরু জোর জল্পনা, এ কি তবে বিয়ের আগে রশ্মিকার  ব্যাচেলর ট্রিপ?

 

সম্প্রতি ইনস্টাগ্রামে রাশমিকা কয়েকটি ছবি পোস্ট করেন নিজের এবং বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের। ক্যাপশনে লেখেন, “সদ্য দু’দিন ছুটি পেয়েছিলাম। সেই সুযোগেই আমার মেয়েদের নিয়ে উড়াল দিলাম শ্রীলঙ্কার এই সুন্দর জায়গায়… গার্লস’ ট্রিপ-সময় যতই কম হোক, সবসময় সেরা! আমার মেয়েরা সেরা! এখানে কয়েকজন নেই, কিন্তু তারাও সেরা!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)