অভিনেত্রী রশ্মিকা মন্দানা ব্যস্ত শুটিং শিডিউল ও একের পর এক কাজের ফাঁকেই নিজের জন্য একটু সময় বের করলেন। এবং সেই সময়টা শুধু বন্ধুদের জন্যই রাখলেন তিনি। একান্তে বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন শ্রীলঙ্কায়। সেখানকার সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য আর আড্ডায় ভরা সেই গার্লস ট্রিপের একগুচ্ছ ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই শুরু জোর জল্পনা, এ কি তবে বিয়ের আগে রশ্মিকার ব্যাচেলর ট্রিপ?
সম্প্রতি ইনস্টাগ্রামে রাশমিকা কয়েকটি ছবি পোস্ট করেন নিজের এবং বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের। ক্যাপশনে লেখেন, “সদ্য দু’দিন ছুটি পেয়েছিলাম। সেই সুযোগেই আমার মেয়েদের নিয়ে উড়াল দিলাম শ্রীলঙ্কার এই সুন্দর জায়গায়… গার্লস’ ট্রিপ-সময় যতই কম হোক, সবসময় সেরা! আমার মেয়েরা সেরা! এখানে কয়েকজন নেই, কিন্তু তারাও সেরা!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)
ছবিগুলিতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় কখনও সমুদ্রতটে, কখনও ঐতিহ্যবাহী দুর্গ এলাকায়, কখনও আবার সৈকতের ধারে পার্টি স্পটে দারুণ সময় কাটাচ্ছেন রাশমিকা ও তাঁর বান্ধবীরা। কারও হাতে ডাব, কারও হাতে ককটেলের গ্লাস...ঘোরাঘুরি, পার্টি আর খানিক নিরিবিলি সময় -সব মিলিয়েই জমজমাট সেই ছুটি। দলের সঙ্গে ছাড়াও রশ্মিকার একাধিক নিজস্ব ছবিও রয়েছে নরম হলুদরঙা সামার ড্রেসে সমুদ্রপাড়ে হাঁটছেন, পোজ দিচ্ছেন, কখনও বা গাছের ছায়ায় অল্প একটু ভাতঘুম -এককথায় নায়িকা উপভোগ করছেন নির্ঝঞ্ঝাট সময়।
তবে ট্রিপের বিশেষ কারণ নিয়ে একটিও কথা বলেননি অভিনেত্রী। কিন্তু ভক্তদের ধারণা, এটি নিছক ছুটি নয় বরং বিয়ের আগের বিশেষ উদযাপন। কেউ মজা করে ছবির বার্তা বাক্সে রশ্মিকার উদ্দেশ্যে লিখেছেন, “সত্যি বলো, এটা তোমার ব্যাচেলর ট্রিপ, তাই না?” আরেকজন লিখেছেন, “বিয়ের আগে বান্ধবীদের সঙ্গে দারুণ সফর।” অনেকেই আবার প্রশংসা করেছেন যে এত ব্যস্ততার মধ্যেও পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পেরেছেন রশ্মিকা।
এর আগে জানা গিয়েছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি বাগদত্তা বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন রশ্মিকা। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই নীরবে বাগদান সম্পন্ন হয়েছে তাঁদের। প্রসঙ্গত, রশ্মিকাকে শেষ দেখা গেছে আয়ুষ্মান খুরানার বিপরীতে হরর-কমেডি ‘থামা’ ছবিতে। ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের অংশ এই ভ্যাম্পায়ার ঘরানার ছবি বিশ্বজুড়ে প্রায় ১৮৭ কোটি টাকা আয় করেছে এবং বক্স অফিসে সফলও হয়েছে। বর্তমানে ছবিটি স্ট্রিমিং করছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।