আজকাল ওয়েবডেস্ক : এলআইসি সরল পেনশন যোজনা। এই যোজনায় একবারের জন্য টাকা জমা দিয়ে সারাজীবন পেনশন মিলতে পারে । পেনশন মাসে ১২ হাজার বা তার বেশি পেতে পারেন । 

 

 একবার টাকা দিতে হবে এবং সারাজীবন পেনশন মিলবে। এই সরল পেনশন যোজনায় এককালীন প্রিমিয়াম পরিশোধ করলেই মিলবে অবসরকালীন সুরক্ষা। এই পেনশনটাও পছন্দ অনুযায়ী হবে। একক জীবন পেনশন বা যুগল জীবন পেনশন বেছে নিতে পারা যায়। 

 

যদি একক জীবন পেনশন নেন , তবে আপনার মৃত্যুর পর কিছু হবে না। কিন্তু যুগল জীবন পেনশন বেছে নিলে আপনি এবং আপনার সঙ্গী দুজনেই পেনশন পাবেন।

 

যদি মাসে ১২ হাজার টাকা পেনশন লাগে , তাহলে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা এককালীন প্রিমিয়াম হিসেবে জমা দিতে হবে। তবে, এই পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে বয়স ও পেনশনের পরিমাণের ওপর নির্ভর করে।

 

অবসরকালে প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন পাওয়া যায় তাহলে নিরাপদ হবে। আর এই টাকাটা যদি একবার জমা দিয়ে নেয়, তবে সারাজীবন নিশ্চিন্তে থাকতে পারবেন ।

 

 ভবিষ্যতের জন্য সুরক্ষিত জীবন নিশ্চিত করার জন্য এই পেনশন যোজনা সেরা উপায়। নিজের টাকা যদি একবার বিনিয়োগ করতে পারেন তাহলে বয়সকালে মাসে ১২ হাজার টাকা পাওয়া যায়। আর আপনার জমানো টাকা যদি হটাৎ করে দরকার পড়ে তাহলে নিজের টাকা ফেরত মেলে। তাই এই প্রকল্পের মধ্যে দিয়ে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।