চলতি সপ্তাহেও দর্শকের ভালবাসা পেয়েছে 'পরিণীতা'। টিআরপি তালিকায় জি বাংলার এই ধারাবাহিকটি ৭.১ নম্বর পেয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গল্পে এখন দেখা যাচ্ছে পারুল ও রায়ান একসঙ্গে একটি কোম্পানিতে চাকরি করছে। কিন্তু অফিসের এইচআর পারুলকে একদম পছন্দ করতে পারে না। তাকে অফিস থেকে বের করার জন্য নানা চক্রান্তও করে। এদিকে, আবারও একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে পারুল ও রায়ান।
পারুল ও রায়ানকে চাকরি থেকে তাড়াতে চায় সংযুক্তা। তার সঙ্গে তাল মেলায় শিরিন। শিরিনের দুষ্টু বুদ্ধির কাছে এবার হয়তো হার মানবে পারুল। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখে এমনই আঁচ পেয়েছেন দর্শক।
দেখা যাচ্ছে, সংযুক্তা ও শিরিনের চক্রান্তে মৃত্যুমুখে পড়েছে পারুল। পারুলকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রায়ান। এদিকে পারুলের অবস্থা ধীরে খারাপ হচ্ছে। তাই যেভাবেই হোক পারুলকে সুস্থ জীবনে ফেরানোর অপেক্ষায় রায়ান। প্রোমোয় রায়ানকে দেখা যাচ্ছে পারুলের বেডের পাশে বসে আছে। যেভাবেই হোক তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে রায়ান।
রায়ান ভাবে যে, পারুলকে সে তার সিক্রেটের কথা জানিয়ে দেবে। তাই পারুলকে সে বলে, 'কার জন্য তোর সঙ্গে লড়াই করছি, সেটা না জেনেই চলে যাবি জন্তু? তার নাম হল...।' নামটা আর বলে না রায়ান। অর্থাৎ প্রোমোর ভিডিও এখানেই শেষ হয়। কার নাম বলবে রায়ান পারুলকে? তা জানতে মরিয়া দর্শক।
এদিকে, পারুলও আগে সন্দেহ করেছিল যে রায়ানের কোনও প্রেমিকা আছে। কিন্তু তার নাম সে জানতে পারেনি। কে সে? এবার কি 'পরিণীতা'য় আসছে নতুন কোনও চরিত্র? এসব প্রশ্ন এখন ঘুরছে দর্শকের মনে।
এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। এদিকে, শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করেছে পারুল।
এভাবে গল্প এগোলেও মাঝে পারুল ও রায়ানের রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে দর্শকের। দু'জন কাছাকাছি এসেও আবারও দূরে সরে যায়। তবে বিপদের মোকাবিলা হাতে হাত মিলিয়ে করে তারা। ধারাবাহিকে আসছে নতুন এক চমক। দাদা ও রুক্মিণীর সম্পর্ক জোড়া লাগানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিল পারুল।
