আজকাল ওয়েবডেস্ক: ভারতের বাজারে এবার নিজের ঝাঁপ খুলতে চলেছে গুগুল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই প্রথম নিজের স্টোর খুলতে চলেছে গুগুল। যে খবর পাওয়া গিয়েছে তা থেকে দেখা যাচ্ছে ভারতের ক্রমবর্ধমান বাজারকে এবার টার্গেট করছে গুগুল। তাই তারা এবার এদেশে নিজেদের কারবার চালু করছে।

 


মার্কিন দেশে গুগুলের বেশ কয়েকটি স্টোর রয়েছে। সেখানে হার্ডওয়ার সামগ্রী, স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন সবই বিক্রি করে থাকে তারা। সেখানে তাদের স্টোর যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে এবার ভারতের বাজারে তারা নিজেদের কাজ করতে চলেছে। অ্যাপেলকে নিজের শত্রু বলে মনে করছে গুগুল। অ্যাপেলের বিশ্বজুড়ে ৫০০ টি এমন স্টোর রয়েছে। তারা ভারতের বাজারে ইতিমধ্যেই প্রবেশ করেছে। ২০২৩ সালে তারা মুম্বই এবং দিল্লিতে তাদের স্টোর খুলে ফেলেছে। আর এবার গুগুলের পালা।

 


এখনও পর্যন্ত যে খবর মিলেছে সেখান থেকে জানা গিয়েছে গুগুলের নতুন স্টোর খুলছে নিউ দিল্লি এবং মুম্বই শহরে। ভারতের প্রধান এই শহরদুটিতে নিজেদের কাজ শুরু করবে গুগুল। তাদের এই স্টোর ১৫ হাজার স্কোয়ার ফুটের হবে বলে জানা গিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই স্টোর খুলে যাবে। পাশাপাশি গুলগাঁও নিয়েও চিন্তায় রয়েছে গুগুল। সেখানেও তারা নিজেদের স্টোর খুলতে পারে। 


ভারতের স্মার্টফোনের বাজারকে ধরতে চাইছে গুগুল। তারা নিজেদের তৈরি নানা ধরণের ইলেকট্রনিক্স সামগ্রীকেও ভারতের বাজারে বিক্রি করবে। অ্যাপেলকে ভারতের বাজারে কড়া টক্কর দিতেই আসরে নামছে গুগুল। ভারতের মতো বিরাট জনবহুল দেশে যদি গুগুল যদি বাজার ধরতে পারে তাহলে এখানকার প্রতিষ্ঠানগুলি অনেকটাই চাপে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে।  


গুগুলের নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তারা মনে করছে ভারতে গুগুল যদি নিজেকে মেলে ধরতে পারে তাহলে সেখান থেকে ভারত সরকারের লাভ হবে। অন্যদিকে আরেক দল মনে করছে ভারতের মতো বিশাল বাজারে অন্য প্রতিষ্ঠানগুলিকে মাঠে মারতে আসরে নামছে গুগুল। এটা সঠিক কাজ হবে না।