আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ধনতেরাস। তার আগে গয়নার দোকানে ভিড় জমিয়েছেন আমজনতা। নতুন গয়না কেনার পাশাপাশি অনেকে পুরনো গয়নাকে নতুন করে গড়তে দিচ্ছেন। ব্যবসার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও সোনার দামে বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রেখেছেন। আর ধনতেরাসের আগে সুখবর সাধারণ মানুষের জন্য। কারণ, কিছুটা হলেও কমেছে সোনার দাম।
মঙ্গলবার কলকাতায়, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,১৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ৭৯,৮০০ টাকা। অন্যদিকে, দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কিছুটা বেশি, ৭৩,৭৪০ টাকা, এবং ২৪ ক্যারাটের দাম ৮০,৪৩০ টাকা। আহমেদাবাদে, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,৬৪০ টাকা, এবং ২৪ ক্যারাটের দাম ৮০,৩৩০ টাকা।
মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, পুণে এবং ভুবনেশ্বরে ২২ ক্যারাট সোনার দাম ৭৩,১৫০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ৭৯,৮০০ টাকা রয়েছে। জয়পুর ও গুরগাঁওয়ে, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,৭৪০ টাকা, এবং ২৪ ক্যারাট সোনার দাম ৮০,৪৩০ টাকা। পাটনায় ২২ ক্যারাট সোনার দাম ৭৩,৬৪০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ৮০,৩৩০ টাকা। লখনউ ও হায়দরাবাদে, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,৭৪০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ৮০,৪৩০ টাকা।
