আজকাল ওয়েবডেস্ক: চূড়ান্ত মত্ত অবস্থায় রাস্তার একধারে শুয়ে আছেন যুবক। ঘোর অন্ধকারের মধ্যে কিছুক্ষণের মধ্যেই বিপাকে পড়লেন তিনি। শরীর বেয়ে উঠে এল বিরাট অজগর। তারপরেও হুঁশ নেই তাঁর! গায়ে অজগর জড়িয়ে স্বাভাবিকভাবেই বসেছিলেন। গ্রামবাসীদের তৎপরতায় শেষমেশ প্রাণে বেঁচেছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাড়হিম করা ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলায়। জানা গিয়েছে, ওই যুবক পেশায় ট্রাক চালক। কাজ শেষে মদ্যপান করে বেহুঁশ হয়ে রাস্তার একাধারে বসেছিলেন তিনি। মাঝে মাঝে নিজের মনে গান গাইছিলেন, কথা বলছিলেন। নির্জন রাস্তার একধারে তাঁর কাছেই এগিয়ে আসে একটি অজগর। ধীরে ধীরে গায়েও উঠে পড়ে। কিন্তু তা বিন্দুমাত্র টের পাননি তিনি।
গ্রামবাসীরা জানিয়েছেন, অজগরটি পা বেয়ে উঠে গলায় পেঁচিয়ে ছিল। কিন্তু যুবক এমন মত্ত অবস্থায় ছিলেন, শরীরের উপর অজগরের উপস্থিতি একবারও টের পাননি। রাতেই গ্রামের সবাই একজোট হয়ে যুবককে ডাকাডাকি করেন। চিৎকার, চেঁচামেচি শুনেও যুবকের হুঁশ ফেরেনি। এরপর লাঠি দিয়ে ধীরে ধীরে অজগরটিকে সরিয়ে দেন গ্রামবাসীরা। ঘটনায় অজগরটি আহত হয়নি। অন্যদিকে যুবক বড়সড় দুর্ঘটনা থেকেও বরাত জোরে রক্ষা পান। ইতিমধ্যেই যুবকের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গায়ে অজগর থাকা সত্বেও যুবক যেভাবে স্বাভাবিকভাবে ছিলেন, তা দেখেই চমকে গেছেন সকলে। ভাইরাল ভিডিও দেখে অনেকেই গ্রামবাসীদের প্রশংসা করেছেন। এই পরিস্থিতিতেও যেভাবে অজগরটিকে আহত না করে তাঁরা যুবককে উদ্ধার করেছেন, তা দেখেও থ হয়ে গেছেন অনেকে।
